Sunday, August 3, 2025
HomeদেশCovid India Update: দেশে দৈনিক করোনা সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা

Covid India Update: দেশে দৈনিক করোনা সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা

Follow Us :

নয়াদিল্লি: ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Covid India) কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু নিয়ে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন এক লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। মৃত্যু হয়েছে ১০৫৯ জনের। যা শুক্রবারের থেকে সামান্য কম। তবে কমেছে সংক্রমণের হার। দেশে পজিটিভিটি রেট ৭.৯৮ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩ লক্ষ ৩১ হাজার ৬৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ৮১৪ জন। দেশে মোট করোনায় সুস্থ হয়েছেন ৪ কোটি ২ লক্ষ ৪৭ হাজার ৯০২ জন। সুস্থতার হার ৯৫.৬৪ শতাংশ।

আরও পড়ুন: Earthquake Jammu-Kashmir: আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-কাশ্মীর

দেশে করোনা তৃতীয় ঢেউ অনেকটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসকমহলে। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ১ হাজার ১১৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষ ৩ হাজার ৮৫৬। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৮ কোটি ৯৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39