নয়াদিল্লি: জাল পাসপোর্ট ও ভিসার বড়সড় চক্রের হদিশ মিলল দিল্লি বিমানবন্দরে। এ ব্যাপারে তদন্তে নেমে পুলিশ চার এজেন্টকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বহু জাল পাসপোর্ট, ভিসা এবং আরও বহু নথি বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার-সহ অন্যান্য সাজসরঞ্জাম।
পুলিশ সূত্রের খবর, জাল পাসপোর্ট ব্যবহার করে গুজরাতের বাসিন্দা রমেশভাই চৌধুরী কুয়েত গিয়েছিল। তদন্তে তা জানার পর রমেশভাইকে কুয়েত থেকে ফিরিয়ে আনা হয়। শুরু হয় বিস্তারিত খোঁজখবর। তাতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে।
পুলিশ জানায়, জাল এবং ভুয়ো পাসপোর্ট তৈরির একটি চক্র রয়েছে। সেই চক্রের এজেন্ট জাকির ইউসুফ শেখ এবং মুস্তাক ওরফে জামিল পিকচারওয়ালার সঙ্গে রমেশভাইয়ের প্রথম যোগাযোগ হয় গুজরাতের বাসিন্দা নারায়ণভাই চৌধুরীর মাধ্যমে। সে স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করে। জাকির এবং মুস্তাক আদতে মুম্বইয়ের বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জাকির, মুস্তাক, ইমতিয়াজ আলি শেখ এবং সঞ্জয় দত্তারাম চবনকে গ্রেফতার করে।
ইমতিয়াজ এবং সঞ্জয়ের হেফাজত থেকে পুলিশ ৩২৫ টি ভারতীয় পাসপোর্ট, কানাডা, সিঙ্গাপুর, আমেরিকা-সহ বিভিন্ন দেশের ১৭৫ টি ভিসা, বিভিন্ন দেশের বিমানমবন্দর, দূতাবাস, ব্যাঙ্কের জাল স্ট্যাম্প উদ্ধার করেছে। এছাড়া তাদের কাছ থেকে মিলেছে ১১ টি আন্তর্জাতিক ড্রাইিভং পারমিট, ৭৫ টি পাসপোর্ট জ্যাকেট, ১৭ টি আধার কার্ড, ১২ টি কালার প্রিন্টার, দুটি ল্যামিনেশন মেশিন, একটি ইউপিএস, দুটি ডেস্কটপ কম্পিউটারও। তবে পুলিশ নারায়ণভাইয়ের খোঁজ পায়নি। তাঁকে খোঁজা হচ্ছে।