নয়াদিল্লি: বিমানবন্দরে ব্যাগ হারনো কোনও নতুন বিষয় নয়। এবার আর বিমানবন্দরে ব্যাগ খুঁজে পেতে বেগ পেতে হবে। কারণ, এক বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। এবার চালু হতে চলেছে রেডিয়ো-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন-সক্ষম ব্যাগেজ ট্যাগ “BAGG TRAX”। দেশে এই প্রথম এই ধরণের কোনও ব্যবস্থা চালু হতে চলেছে। এই রেডিয়ো-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের সাহায্যে খুব সহজেই নিজেদের ব্যাগ ট্র্যাক করতে পারবেন।
BAGG TRAX এই ট্যাগগুলি বর্তমানে শুধুমাত্র পাইলটদের ব্যবহার করতে দেওয়া হয়। এমনকি যাঁরা মাঝে মাঝেই বিমানে যাতায়াত করেন এমন কিছু যাত্রীদের জন্যও দেওয়া হয়। যদিও ট্যাগগুলি খুব তাড়াতাড়িই দিল্লি বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্যও বাণিজ্যিক ভাবে চালু করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
রেডিয়ো-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) ট্যাগ BAGG TRAX খুব বেশি দামি হবে না। এগুলির থাকলে দিল্লি বিমানবন্দরের পৌঁছানোর যাত্রীরা অনেক কম সমস্যায় পড়বেন। BAGG TRAX শুধুমাত্র দেশীয় এবং আন্তর্জাতিক যাত্রীদেরই সাহায্য করবেন না বরং যাঁরা ট্রানজিটে আছে তাঁদের চেক-ইন লাগেজ ট্র্যাক করতে সাহায্য করবে।
আরও পড়ুন- ED Rahul Gandhi: ৮ জুন নয়, আগামিকালই রাহুলকে তলব ইডির
এই সুবিধা পেতে যাত্রীদের তাদের BAGG TRAX, একটি RFID- সক্ষম ব্যাগেজ ট্যাগ রেজিস্টার করতে হবে বাক্সে দেওয়া QR কোড স্ক্যান করে অথবা “Bag.Hoi.in” এ গিয়ে লগইন করতে হবে। ট্যাগ সফল ভাবে লাগানোর পর যাত্রীরা নিজেদের মোবাইল নম্বরে এসএমএস পরিষেবাও পাবেন।