Sunday, July 27, 2025
HomeScrollদিল্লির বাতাসে বিষ, আবারও ‘সিভিয়ার প্লাস’
Delhi Air Pollution

দিল্লির বাতাসে বিষ, আবারও ‘সিভিয়ার প্লাস’

ঘন কুয়াশার কথা ভেবেই বৃহস্পতি ও শুক্রবার রাজধানীতে কমলা সতর্কতা জারি করা হয়েছে

Follow Us :

নয়াদিল্লি: রাজধানীর বাতাসে ‘বিষ’, ঘন কুয়াশার চাদরে আবৃত। বাতাসের গুণমান ‘সিভিয়ার’ থেকে ‘সিভিয়ার প্লাস’ (Severe Plus) হওয়ার পথে। এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর (AQI) গড় ৪৪৮। কিছু কিছু এলাকায় সিভিয়ার প্লাস-এর কাঁটা ছুঁই ছুঁই। এর সঙ্গে হাড়কাঁপানো শীত তো রয়েছেই। তাপমাত্রা নেমে গিয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (Central Pollution Control Board) জানিয়েছে, ৩৭টি মনিটরিং কেন্দ্রের মধ্যে ২৩টিতে বাতাসের গুণমান ‘সিভিয়ার প্লাস’ ক্যাটেগরিতে পৌঁছেছে। সবথেকে খারাপ অবস্থা নেহরু নগরের, সেখানকার বাতাসের গুণমান সূচক ৪৮৫। সিভিয়ার প্লাস বিভাগের মধ্যেই রয়েছে আইটিও, ইন্ডিয়া গেট, আরকে পুরম, লাজপত নগর এবং রোহিনীর মতো গুরুত্বপূর্ণ জায়গা।

আরও পড়ুন: ২২ বছর পাকিস্তানে! তারপর বাড়ি ফেরা, জানুন হামিদার গল্প

সিভিয়ার বা ‘ভয়ানক’ বিভাগে রয়েছে ১০টি এলাকা, এসব জায়গার গুণমান সূচক ৪০০ পেরিয়েছে। বুধবার রাত ১১টা নাগাদ ৪৫০ ছুঁতেই তা সিভিয়ার প্লাস ক্যাটেগরিতে চলে যায়। দিল্লির থেকে কিছুটা ভালো অবস্থা নয়ডার। সেখানকার একিউআই ৩৬৬ অর্থাৎ ‘খুব খারাপ’ ক্যাটেগরিতে। গুরুগ্রামেরও একই অবস্থা, সেখানকার সূচক ৩৭০। বৃহস্পতিবার সকাল ৭.৩০ নাগাদ গাজিয়াবাদের সূচক দেখাচ্ছে ৩৮৬।

বৃহস্পতিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস যা আবহাওয়া দফতরের পূর্বাভাসের থেকেও কম। বুধবার রাতে দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল মাত্র ৩০০ মিটার, বৃহস্পতিবার সকালে তার থেকে উন্নতি হয়ে হয়েছে ৭০০ মিটার। তবে ঘন কুয়াশার কথা ভেবেই বৃহস্পতি ও শুক্রবার রাজধানীতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39