নয়াদিল্লি: প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) স্বামী আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত রবার্ট ভদ্রার (Robert Vadra) বিরুদ্ধে নোটিস জারি করল দিল্লির এক আদালত। গুরুগ্রামে জমি লেনদেনের পরিপ্রেক্ষিতে রবার্টের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রবার্ট ছাড়াও আরও ১০ জনের বিরুদ্ধে কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার আগে রাউস অ্যাভিনিউ আদালতের (Rouse Avenue Court) বিশেষ বিচারক সুশান্ত ছাংগোত্রা রবার্ট ও অন্য অভিযুক্তদের বক্তব্য শোনার স্বার্থে নোটিস জারি করলেন। ২৮ আগস্ট হবে এই শুনানি।
রবার্টের সংস্থা স্কাইলাইট হসপিটালিটি (Skylight Hospitality) সাড়ে তিন একর জমি কেনে ওঙ্কারেশ্বর প্রপার্টিজের কাছ থেকে। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে সাড়ে সাত কোটি টাকার বিনিময়ে। অভিযোগ, জাল নথির মাধ্যমে লেনাদেনা হয়েছিল। সম্পত্তিটি স্কাইলাইট তথা রবার্টের পক্ষে চব্বিশ ঘণ্টার মধ্যেই মিউটেশন হয়ে হস্তান্তরিত হয়। শুধু তাই নয়, হরিয়ানার তৎকালীন কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুদার সরকার সেই জমিতে অতি দ্রুত বাণিজ্যিক ক্রিয়াকাণ্ডের লাইসেন্স দেয়। ফলে জমির মূল্য রাতারাতি বহুগুণ বেড়ে যায়।
আরও পড়ুন: ২০১৪ নির্বাচনে কারচুপির প্রমাণ রয়েছে, বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর
আর ২০১২ সালের সেপ্টেম্বরে স্কাইলাইট হসপিটালিটি সেই জমি নির্মাণ ব্যবসা ক্ষেত্রের দৈত্যসম সংস্থা ডিএলএফকে ৫৮ কোটি টাকায় বিক্রি করে। সামগ্রিক এই লেনদেনকেই ইডি প্রসিডস অফ ক্রাইম বা অপরাধের অভিমুখ হিসেবে চিহ্নিত করেছে। কারণ সেই সূত্রে রবার্টকে আরও অন্যান্য সম্পত্তি সংগ্রহ করায় সুযোগ করে দেওয়া হয়েছে বলে তদন্তকারী সমস্যার অভিমত।
দেখুন অন্য খবর: