নয়াদিল্লি: অর্থের বিনিময়ে লোকসভায় প্রশ্ন তোলার কেলেঙ্কারিতে অভিযুক্ত মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে সিবিআই রিপোর্ট (CBI Report) গোপন রাখার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। লোকপালের (Lokpal) কাছে পেশ হওয়া সম্পর্কিত রিপোর্ট গোপন রাখার জন্য সিবিআই সহ সেই মামলায় যুক্ত সব পক্ষকে গোপন রাখার নির্দেশ দিলেন বিচারপতি শচীন দত্ত।
লোকপালের কাছে সিবিআই রিপোর্ট পেশ হওয়ার অব্যবহিত পরেই সেই খবর ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ (TMC MP)। ওই রিপোর্ট গোপন রাখা কেবল পদ্ধতিগত ব্যবস্থাই নয়, তা আবশ্যিক লোকপাল আইন অনুযায়ী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগকারী এবং অভিযুক্তের নাম এক্ষেত্রে প্রকাশ করা যায় না, তদন্ত প্রক্রিয়ার শুদ্ধতার স্বার্থে, মন্তব্য আদালতের।
আরও পড়ুন: ১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসা মামলার পুনর্বিচারের নির্দেশ দিল্লি হাইকোর্টের
আদানি গোষ্ঠী সম্পর্কে প্রশ্ন তুলে লোকসভায় বিতর্ক সৃষ্টির জন্য ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে উপহার গ্রহণ করে মহুয়া প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ আনেন বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে। এই সূত্রে লোকপাল আইন অনুযায়ী সিবিআই তদন্তের শুরু। অন্যদিকে লোকসভার এথিক্স কমিটি দ্বারা ২০২৩ সালের ডিসেম্বরে এই অভিযোগ সূত্রে মহুয়ার আচরণ অনৈতিক উল্লেখ করে সদস্য পদ খারিজ হয়। অন্যদিকে ২০২৪ সালের মার্চে দুর্নীতি বিরোধী আইনে মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সিবিআইকে নির্দেশ লোকপালের।
উল্লেখ্য, এই ঘটনার পর থেকেই মহুয়া বহুমুখী আইনি যুদ্ধের সম্মুখীন। তাঁর বিরুদ্ধে দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের মানহানির মামলা। অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য মহুয়াকে সতর্কবার্তা দেয় দিল্লি হাইকোর্ট।
দেখুন অন্য খবর: