কলকাতা: জেল হেফাজতে থাকা বিচারাধীন বন্দির অধিকার প্রসঙ্গে নির্বাচন কমিশনের কোনও এক্তিয়ার নেই। আদালতের নির্দেশে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রসঙ্গে মন্তব্য দিল্লি হাইকোর্টের। নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর ধৃত রাজনীতিবিদ সম্পর্কে অবিলম্বে নির্বাচন কমিশনকে তথ্য দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা।
মামলার বিষয়বস্তু মারফত আদতে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করা হয়েছে। অথচ জেল হেফাজতে থাকা ব্যক্তির অধিকার প্রসঙ্গে নির্বাচন কমিশনের মাথা গলানোর কোনও সুযোগই নেই। অভিমত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের। প্রসঙ্গত, জনস্বার্থ মামলাটি ১ মে খারিজ হলেও বিস্তারিত রায় এবার সামনে এসেছে।
আরও পড়ুন: আমার শূন্যপদে আইপ্যাকের শীর্ষকর্তাকে বসানো হোক, দলকে আর্জি বিক্ষুব্ধ কুণালের