ওয়েব ডেস্ক: এনআইএ আদালতে ‘বেকসুর খালাস’ হয়েছেন মালেগাঁও কাণ্ডের (Malegaon Blast) সাত অভিযুক্ত। ১৭ বছর পরেও এই মামলার কোনও অকাট্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। তাতেই খালাস হন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞাও (Sadhvi Pragya)। আদালতের এই রায়ের পর তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং জানান যে তাঁকে ফাঁসানো হয়েছিল। এরপরেই এই বিস্ফোরণ মামলার রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadanvis) বলেন, “সন্ত্রাসবাদের রং কখনও গেরুয়া ছিল না এবং কখনও হবে না।”
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, “সন্ত্রাসবাদ কখনও গেরুয়া ছিল না, নেই এবং কখনও হবে না।” শুধু তাই নয়, বিজেপির পক্ষ থেকে আরও অনেকেই এই রায়কে স্বাগত জানিয়েছেন। মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রী রাধাকৃষ্ণ বিকে পাটিল এই সম্পর্কে বলেন, “হিন্দুত্বকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছিল। আধ্যাত্মিকতাকে আঘাত করার চেষ্টা হয়েছিল।”
আরও পড়ুন: “আমাকে ফাঁসানো হয়েছে…,” বেকসুর খালাস হয়ে বললেন সাধ্বী প্রজ্ঞা
তবে মালেগাঁও কাণ্ডের রায় প্রসঙ্গে সংসদের প্রধান বিরোধী দল থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে এই রায়ের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। পাশাপাশি এখনও কোনও কেন্দ্রীয় নেতাকেও এই বিষয়ে মুখ খুলতে শোনা যায়নি।
এদিকে শিবসেনার (Shiv Sena) মুখপাত্র কৃষ্ণ হেগড়ে আদালতের রায়কে স্বাগত জানান। মালেগাঁও কাণ্ডের সাত অভিযুক্তের খালাস হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা খুব খুশি। কংগ্রেসের ষড়যন্ত্রে তাদের ফাঁসানো হয়েছিল। ‘হিন্দু সন্ত্রাস’ শব্দটি ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা হয়েছিল, যা আজ ভুয়ো প্রমাণিত।”
দেখুন আরও খবর: