অযোধ্যা: শনিবারের বারবেলা৷ কাঠফাটা রোদ্দুরে তেতে উঠেছে সরযূ নদীর (Holy River Saryu) ঘাট৷ গরম থেকে রেহাই পেতে ইতি-উতি ছায়ায় বসে মানুষজন৷ কেউ এসেছেন স্নান করতে৷ হঠাৎ সেখানে আবির্ভাব দিলীপ ঘোষের (Dilip Ghosh)৷ শরীরের ঊর্ধাঙ্গ অনাবৃত৷ কোমরে জড়ানো একটা গামছা৷ বেশভূষাই বলে দিচ্ছিল, ঘাটে এসেছেন স্নান করতে৷ এক পা এক পা করে এগিয়ে চলেছেন নদীর দিকে৷ নিম্নাঙ্গ জলের তলায়৷ তারপর এক জায়গায় দাঁড়িয়ে ডুব লাগান জলে৷ রামরাজ্যে এসে শনিবার পবিত্র সরযূ নদীর জলে স্নান সারলেন দিলীপ ঘোষ৷
দিলীপ ঘোষ মানেই ভিন ধারার রাজনীতি৷ কখনও অনুগামীদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে চায়ে পে চর্চ্চা করেন৷ কখনও ছুটিতে পাহাড়ে গিয়ে সূর্যাস্তের ছবি পোস্ট করে নেটিজেনদের ভাবিয়ে তোলেন৷ সামনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিদেশ সফরে যাবেন দিলীপ ঘোষ৷ তার আগে ঝটিকি সফরে যোগী রাজ্যে গেলেন তিনি৷ আরও পরিষ্কার করে বললে, রামলালার জন্মস্থান অযোধ্যায় গিয়েছেন দিলীপ ঘোষ৷ টুইটে স্নানের ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, পবিত্র সরযূ নদীর জলে স্নান করে অযোধ্যার রামজন্মভূমিতে যাত্রা শুরু করেছি৷
I began my visit in #RamJanmabhoomi at Ayodhya by bathing in the pious water of the holy river Saryu. pic.twitter.com/hw6C1rulSg
— Dilip Ghosh (@DilipGhoshBJP) March 26, 2022
১ এপ্রিল বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তাঁর সফরসঙ্গী হবেন দিলীপ ঘোষ৷ এক সপ্তাহ রাষ্ট্রপতির সঙ্গে তিনি যাবেন তুর্কমেনিস্তান এবং নেদারল্যান্ডসে৷ উল্লেখ্য, স্বাধীন তুর্কমেনিস্তানে এটাই হতে চলেছে কোনও ভারতীয় রাষ্ট্রপতির প্রথম সফর৷ অন্যদিকে ভারত-নেদারল্যান্ডস কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে দুই দেশ৷ রাষ্ট্রপতির এই সফর নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ গুরুত্বপূর্ণ সফরের রাষ্ট্রপতির সফরসঙ্গী হবেন দিলীপ ঘোষ৷
আরও পড়ুন: Suvendu Adhikari: নিরাপত্তা বাড়ছে শুভেন্দুর, ১০ এপ্রিল থেকে জেড প্লাস ক্যাটাগরি