ওয়েব ডেস্ক: সাধারণত মদ্যপ (Drunken) অবস্থায় কেউ মাতলামি করলে পুলিশ তাদের তাড়া করে। বেশি বাড়াবাড়ি করলে মাতালদের কপালে জোটে হাজতবাস। কিন্তু খোদ পুলিশই যদি লোকালয়ে এরকম করে! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে মহারাষ্ট্রে (Maharashtra)। মুম্বইয়ের বরিভালি-বাসাই স্লো লোকাল ট্রেনে (Local Train) মদ্যপ অবস্থায় এক পুলিশ কনস্টেবলের (Police Constable) বিরুদ্ধে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের (Harassment) অভিযোগ উঠেছে। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সেখানের রেলযাত্রীরা
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলের দিকে। প্রত্যক্ষদর্শী মহিলা যাত্রীরা জানান, মীরা রোড স্টেশন থেকে মাতাল অবস্থায় ট্রেনের মহিলাদের কোচে ওঠেন অভিযুক্ত কনস্টেবল আমোল কিশোর সাপকালে। তিনি মীরা ভায়ান্দার ও বাসাই-ভিরার পুলিশ কমিশনারেটে কর্মরত। অভিযোগ, তিনি পাশের সিটে বসা এক মহিলার টিকিট পরীক্ষা করার ভান করে পিছন থেকে ইচ্ছাকৃতভাবে অন্য মহিলাদের স্পর্শ করেন। খাকি ইউনিফর্ম পরা সাপকালের এই আচরণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন: বিপদসীমার উপরে বইছে যমুনা! ভয়াবহ প্লাবনের আশঙ্কা দিল্লিতে
এক মহিলা যাত্রী লুকিয়ে গোটা ঘটনার ভিডিও করেন। সেই ভিডিওতে দেখা যায়, সাপকালে নামের ওই মদ্যপ কনস্টেবল মহিলাদের দিকে ক্রমাগত তাকিয়ে রয়েছেন। এতে অস্বস্তিতে পড়েন অনেকে। যাত্রীরা আরও দাবি করেন, কেউ কেউ তাঁর এই কুকীর্তির ভিডিও করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন অবধি কেড়ে নেন।
অবশেষে ক্ষুব্ধ মহিলারা তাঁকে কোচ থেকে নামিয়ে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানান। খবর পেয়ে বাসাই রোড রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাপকালে-কে আটক করে। ঘটনার ভিত্তিতে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কনস্টেবলের বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ এবং হুমকি দেওয়ার ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দেখুন আরও খবর: