চণ্ডীগড়: পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির (Punjab CM Charanjit Singh Channi) ভাইপোর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তল্লাশি (ED raid On CM’s Nephew’s house) নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর৷ ভোটের মুখে বিপক্ষকে নাস্তানুবাদ করতে কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে করেছে কংগ্রেস৷ যদিও শিরোমণি অকালি (Siromani Akali Dal) দলের দাবি, কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল৷ এই জমানায় রাজ্যে দুর্নীতি বেড়ে গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়িতে ইডির অভিযানই তার সবথেকে বড় প্রমাণ৷
কিছুদিন আগে বালি মাফিয়া ভূপিন্দর সিং হানির বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৩ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি৷ এই নিয়ে তাঁর বাড়ি থেকে মোট ৭.৯ কোটি টাকা উদ্ধার হয়েছে৷ ভূপিন্দর হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির ভাইপো৷ ভাইপোর বাড়িতে ইডির তল্লাশিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে বোঝানোর চেষ্টা করেন চন্নি৷ জানান, তাঁর ভাবমূর্তিতে কালি ছেটাতেই এই তল্লাশি৷ যদিও শিরোমণি অকালি দল জানিয়েছে, এই ঘটনায় পরিষ্কার কংগ্রেস শাসনে পঞ্জাবে দুর্নীতি ছেয়ে গিয়েছে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে অকালি নেতা বিক্রম সিং মাজিথিয়া বলেন, ‘মুখ্যমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে ইডির তল্লাশিতে প্রমাণিত হয় কংগ্রেস জমানায় দুর্নীতি বেড়ে গিয়েছে৷ ইডির তল্লাশিতে ১০ কোটি টাকা এবং সোনা উদ্ধার হয়েছে৷ কিন্তু ব্যবস্থা নেওয়ার বদলে কংগ্রেস হাইকম্যান্ড চিঠি লিখে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছে৷’
শনিবার রাতে এরকমই একটি টুইট করেছিলেন অকালি নেতা৷ সেখানে তিনি একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন৷ টুইটে লিখেছিলেন, ‘লুটের ভাগ কংগ্রেস হাইকম্যান্ডের কাছে যেত৷ মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়ি থেকে ইডি ১১ কোটি টাকা এবং সোনা গয়না উদ্ধার করেছে৷ কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে হাইকম্যান্ড তল্লাশি বন্ধ করার জন্য কমিশনকে চিঠি পাঠাচ্ছে৷’
আরও পড়ুন: World Bank: সমাজ কল্যাণ প্রকল্পে বাংলাকে ১০০০ কোটি ঋণ অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের