Sunday, August 17, 2025
HomeদেশViral Video: মঞ্চে উঠে বিজেপি বিধায়ককে সপাটে চড় কৃষক নেতার

Viral Video: মঞ্চে উঠে বিজেপি বিধায়ককে সপাটে চড় কৃষক নেতার

Follow Us :

লখনউ: মাস দুয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) কৃষি আইন বাতিল করেছেন। কৃষকদের মন জয় করতে মোদির এই পদক্ষেপ বলে দাবি করেছেন অনেকে। স্বভাবতই কৃষকরা সমস্ত রাগ-অভিমান ভুলে বিজেপিকে (BJP) সমর্থন করবে, এমনটাই আশা করছে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশের উন্নাওয়ের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত উন্নাও সদরের বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তাও (BJP MLA Pankaj Gupta) তেমনটাই ভেবেছিলেন। মঞ্চের দিকে এক কৃষক নেতাকে এগিয়ে আসতে দেখে ভেবেছিলেন হয়তো মালা পরাতে আসছেন। তবে তাঁর ভাগ্যে সপাটে বা-কান ঘেঁষে চড় জুটেছে।

মাঝি থানার অন্তর্গত জঙ্গে নগর মোড়ে আয়োজিত সভায় ওই বিধায়ক উপস্থিত ছিলেন। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন, কৃষক  ইউনিয়নের এক নেতা (ছত্রপাল) তাঁর কাছে পৌঁছন। কথোপকথনের সময় সদরের বিধায়ক পঙ্কজ গুপ্তাকে সপাটে চড় মারেন। তা দেখে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিধায়ক সমর্থকরা কৃষক নেতাকে জোর করে নামিয়ে দেয়। এই প্রসঙ্গে পুলিস সুপার দীনেশ ত্রিপাঠী বলেন, এখন পর্যন্ত সদরের বিধায়কের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে দেখা হবে। 

বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তাকে কৃষক নেতার চড় মারার ভিডিয়ো দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে। সমাজবাদী পার্টি এই ভিডিয়ো টুইট করে যোগীর অপশাসনের দিকে আঙুল তুলেছে। অখিলেশ যাদবের দল টুইটে লিখেছে, উন্নাও সদরের বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তা আয়োজিত একটি জনসভায় কৃষক নেতা প্রকাশ্যে তাঁকে মঞ্চে চড় মারেন। কৃষকের এই থাপ্পড় বিজেপি বিধায়কের মুখে চড় নয়, বরং বিজেপি শাসিত আদিত্যনাথ সরকারের নীতি, দুঃশাসন ও স্বৈরাচারের প্রতি বলিষ্ঠ প্রতিবাদ! ভিডিও ভাইরাল হতেই অবশ্য উল্টো সুর গেয়েছেন বিধায়ক। 

আরও পড়ুন: PM Modi: টিকাকরণে ১৫০ কোটির মাইলফলক পেরল ভারত, খুশিতে প্রোফাইল পিকচার বদলালেন মোদি

পঙ্কজ গুপ্তার দাবি, ভিডিও ফুটেজে থাকা লোকটি আমার ‘কাকা’। তিনি বাবারই সমতুল্য। তিনি আমাকে স্নেহের সঙ্গে থাপ্পড় মেরেছেন। অতীতেও মজা করে এমনটা করেছেন তিনি। বিরোধী নেতারা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য এই ঘটনাকে অন্য মাত্রা দিচ্ছেন। বিরোধী দলগুলির কাছে কোনও ইস্যু নেই বলেই তারা বিষয়টি নিয়ে মাতামাতি করছে বলেও দাবি করেন তিনি। ছত্রপাল জানান, বিধায়ক পঙ্কজ গুপ্তার সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। বিধায়ক মঞ্চে নিশ্চিন্তে বসেছিলেন। মজার ছলেই তাঁকে আদর করে ধাক্কা দিয়েছিলেন।  

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36