Sunday, August 17, 2025
Homeদেশসংসদ ভবন হয়ে উত্তরপ্রদেশে অভিযানের পরিকল্পনা বিক্ষোভকারী কৃষকদের

সংসদ ভবন হয়ে উত্তরপ্রদেশে অভিযানের পরিকল্পনা বিক্ষোভকারী কৃষকদের

Follow Us :

নয়াদিল্লি: কেন্দ্রের আনা নয়া কৃষি আইন নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল অনেক আগেই। এবার আদালতের নির্দেশ মোতাবেক দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করছেন বিক্ষুব্ধ কৃষকেরা। এরপরে সংসদ ভবন হয়ে উত্তরপ্রদেশ অভিযানের কথা শোনা গেল ওই আন্দোলনের শীর্ষ নেতৃত্বের মুখে।

আরও পড়ুন- মমতার ভার্চুয়াল সভায় উদ্বুদ্ধ, মিছিল করে বিজেপি থেকে তৃণমূলে

বিভিন্ন ইস্যুতে নানাবিধ প্রতিবাদ এবং আন্দোলনের সাক্ষী থেকেছে নতুন দিল্লির যন্তর মন্তর। সেখানেই বৃহস্পতিবার থেকে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকেরা। তাদের সঙ্গে অবিজেপি রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন। এ দিন সকালে সিঙ্ঘি সীমান্ত থেকে যন্তর মন্তরে আসার সময়ে মোদী সরকার এবং বিজেপিকে কড়া ভাষায়া আক্রমণ করেছেন কৃষক আন্দোলনের নেতারা।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলা, ২৬ জুলাইয়ের মধ্যে হলফনামা পেশের নির্দেশ

সংসদ ভবন দখল করার ডাক দিয়েছেন আন্দোলনের শীর্ষ নেতা রাকেশ টিকায়েত। তিনি বলেছেন, “যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দূরত্ব ১৫০ মিটার। আমরা আমরা আমাদের নিজেদের সংসদ অধিবেশন করব সেখানে।” গত ২৬ জানুয়ারি কৃষকেরা পুরনো দিল্লির লালকেল্লায় বিক্ষোভ দেখিয়েছিল। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। অনেকের নামে মামলাও হয়। যা নিয়ে রাকেশ টিকায়েত পালটা প্রশ্ন তুলে বলেছেন, “গুণ্ডামির সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমরা কি সমাজবিরোধী নাকি?”

আরও পড়ুন- মুসলিম-অমুসলিম বিতর্কে মোহন ভগবতকে আক্রমণ আসাদুদ্দিন ওয়াইসির

দিল্লির পরে উত্তরপ্রদেশের মাটিতে গিয়ে ওই কৃষক আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন অপর নেতা প্রেম সিং ভাঙু। তিনি বলেছেন, “আমাদের পবর্তী লক্ষ্য বিজেপির গড় উত্তরপ্রদেশ। আমাদের সেই অভিযান শুরু হবে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “সমগ্র দেশ থেকে আমরা বিজেপিকে সম্পূর্ণ মুছে ফেলব।” বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির বিরোধতায় তৃণমূলকে সমর্থন জানিয়েছিলেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত।

আরও পড়ুন- গঙ্গায় মৃতদেহ ভাসার ছবি প্রকাশ, যোগীরাজ্যে সংবাদমাধ্যমের অফিসে আয়কর হানা

আইন নিয়ে বিতর্ক শুরু হতেই দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। সরকারের পক্ষ থেকে একাধিকবার বিষয়টি নিয়ে আলচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদি কোনও কাজ হয়নি। যা নিয়ে প্রেম সিং ভাঙু বলেছেন, “আমরা আলচনায় বসতে রাজি। কিন্তু ওই আইন প্রত্যাহার করে নিতে হবে। আইন থাকলে আর আলোচনার কোনও মানে হয় না। এর কোনও বিকল্প নেই।”

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23