ওয়েব ডেস্ক: অবশেষে ভারতে এসে পৌঁছল অ্যাপাচে হেলিকপ্টার (Apache Helicopter)। আসার কথা ছিল ১৫ মাস আগে, কিন্তু নানা টালবাহানার পর মঙ্গলবার সকালে প্রথম ব্যাচের তিনটি কপ্টার এসে পৌঁছল হিন্ডন এয়ারবেসে (Hindon Airbase)। সেগুলি এল আমেরিকার একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে চড়ে। সূত্রের খবর, ভারতীয় সেনার এভিয়েশন কর্পসের (Army Aviation Corps) হাতে তুলে দেওয়ার আগে অ্যাপাচে কপ্টারগুলি অ্যাসেম্বল এবং ইনস্পেক্ট করা হবে। তারপর উপযুক্ত সময়ে যোধপুরের বিমানঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হবে।
অ্যাপাচে চপারের আগমনকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় সেনা (Indian Army) এবং তারা জানিয়েছে, এই আধুনিক আকাশযান সেনার কার্যক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেবে। এ কথা সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে আর্মি এভিয়েশন কর্পসের পত্তন করা হয়েছিল, সেই থেকেই অ্যাপাচে হেলিকপ্টারের জন্য প্রতীক্ষা চলছে।
আরও পড়ুন: মালদ্বীপের ৬০ তম স্বাধীনতার বর্ষপূর্তিতে ‘প্রধান অতিথি’ মোদি
আক্রমণে পটু অ্যাপাচে এএইচ-৬৪ই কপ্টারের আমেরিকা থেকে আগমন বার বার বিঘ্নিত হয়েছে। ২০২৪ সালের জুন মাসে আসার কথা ছিল। ২০২০ সালে আমেরিকার সঙ্গে ৬০০ মিলিয়ন ডলার চুক্তির অংশ হিসেবেই আসার কথা ছিল অ্যাপাচের। কিন্তু সাপ্লাই চেনে সমস্যা দেখা দেওয়ায় আগমনের সময় পিছিয়ে যায় গত বছরের ডিসেম্বর মাসে।
দুই ব্যাচে তিনটি করে মোট ছ’টি কপ্টার আসার কথা ছিল। এক বছরের বেশি বিলম্বের পর প্রথম তিনটি অবশেষে ভারতের মাটিতে পা রাখল। ভারতের পাইলটরা এই চপার ওড়ানোর প্রশিক্ষণ আগের বছরেই সেরে রেখেছেন। তবে এর আগে অন্য এক চুক্তির মাধ্যমে ২২টি অ্যাপাচে হেলিকপ্টার ভারতীয় সেনার সম্ভারে আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেখুন অন্য খবর: