Sunday, August 3, 2025
Homeদেশপ্রয়াত 'ফিজা' ছবির প্রযোজক প্রদীপ গুহ

প্রয়াত ‘ফিজা’ ছবির প্রযোজক প্রদীপ গুহ

Follow Us :

প্রয়াত ‘ফিজা’ ছবির প্রযোজক প্রদীপ গুহ। শনিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রদীপ গুহ। কয়েক সপ্তাহ আগে তাঁকে চিকিৎসার জন্য মুম্বইয়ের ককিলাবেন আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, চতুর্থ স্টেজে পৌঁছেছে তাঁর ক্যান্সার। অবস্থার অবনতি হলে প্রদীপ গুহকে শুক্রবার ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু তারা এক দিন বাদে, অর্থাৎ শনিবার সকালে মারা যান প্রদীপ গুহ।

আরও পড়ুন : প্রয়াত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য, শোকের ছায়া টলিপাড়ায়

মুম্বইয়ের সেরা চিকিৎসক তাঁর চিকিৎসা করলেও গত ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। প্রায় ৩ দশকেরও বেশি সময় তিনি সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার হয়ে কাজ করেছিলেন। এরপর ২০০৫ সালে জি টেলিফিল্মের সিইও হিসাবে যোগ দেন। পরবর্তীকালে তিনি নাইন এক্স মিডিয়ার হয়েও কাজ করেছিলেন। ২০০০ সালে মুক্তি পায় হৃত্বিক রোশন ও করিশ্মা কাপুর অভিনীত ছবি ‘ফিজা’। এই ছবির প্রযোজক ছিলেন প্রদীপ গুহ।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিচালক সুভাষ ঘাই। তিনি ট্যুইট করে শোকবার্তা জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39