ওয়েব ডেস্ক: বর্ষার (Monsoon) রুদ্ররূপে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) একাধিক জেলা। গত ৩৬ ঘণ্টায় সেখানে আরও খারাপ হয়েছে পরিস্থিতি। বিগত দেড় দিন টানা বৃষ্টি (Heavy Rainfall) এবং ধসের (Landslide) ছয়লাপ জেলায় জেলায়। তাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে বলে খবর। ছবির মতো সুন্দর এই রাজ্য এখন কার্যত বিধ্বস্ত এবং যোগাযোগ বিছিন্ন। এখনও পর্যন্ত ৩৯৮টি রাস্তা বন্ধ, যার মধ্যে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক।
শিমলার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও মৌসুমী বায়ু এবং নিম্নচাপের সক্রিয়তার কারণে চম্বা, কাংড়া, কুলু এবং মন্ডিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই এই চার জেলায় কমলা সতর্কতা এবং আরও আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে সপ্তাহের বাদবাকি দিনে হিমাচলের বন্যা পরিস্থিতি (Flood Situation) আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের প্রশাসন।
আরও পড়ুন: ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া কতগুলি দেশে ভ্রমণ করা যায়?
ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। মন্ডি জেলায় ১৭০টি রাস্তা বন্ধ। চম্বা জেলায় এক মহিলা এবং এক পুরুষ ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। চম্বার চুড়হা অঞ্চলের পঙ্গোলার কাছে জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় একটি সেতু ভেসে গিয়েছে। জেলার অন্যান্য এলাকাতেও হড়পা বানের জেরে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির কারণে শিলাই, কোটখাই এবং থুনাগ অঞ্চলের সমস্ত স্কুল বন্ধ রাখতে হয়েছে। প্রশাসনের তরফে মানুষকে খুব প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় সড়কগুলিতে ধসের কারণে বহু গাড়ি ও যাত্রী আটকে পড়েছেন। তাদের উদ্ধারে চলছে জোরকদমে কাজ।
দেখুন আরও খবর: