নয়াদিল্লি: সোমবার জাতীয় রাজনীতি সরগরম হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে (Priyanka Gandhi Vadra) নিয়ে, বলা ভালো তাঁর ‘প্যালেস্তাইন’ লেখা ব্যাগ নিয়ে। সংসদে এই ব্যাগ নিয়েই এসেছিলেন তিনি। ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্বে বরাবর প্যালেস্তাইনের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন প্রিয়াঙ্কা। এদিন আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন। প্রিয়াঙ্কার এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন মন্ত্রী চৌধরি ফওয়াদ হুসেন (Chowdhry Fawad Hussain)।
একই সঙ্গে পাক সংসদের সদস্যদের কড়া সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় হুসেন লেখেন, “জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) মতো অত বড় স্বাধীনতা সংগ্রামীর নাতনির থেকে আর কী আশা করা যায়? বামনদের মধ্যে লম্বা হয়ে দাঁড়িয়ে আছেন প্রিয়াঙ্কা গান্ধী। কী লজ্জার কথা, পাকিস্তানি সংসদের কোনও সদস্য এখনও এমন কিছু করার সাহস দেখাতে পারল না।” ইমরান খানের আমলে মন্ত্রী থাকা হুসেন অবশ্য একটু ভুল করে ফেলেছেন। প্রিয়াঙ্কা নেহরুর নাতনি নন, প্রপৌত্রী।
আরও পড়ুন: মঙ্গলবার সংসদে পেশ হতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল
প্রসঙ্গত, ওয়েনাড় (Wayanad) থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সুর চড়াতে দেখা গেছে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে। তাঁর মধ্যে অন্যতম ইস্যু হল মণিপুর (Manipur) ও ‘মোদি-আদানি ভাই ভাই’ স্লোগান। এবার প্যালেস্তাইনের প্রতি সমর্থন জানিয়ে প্রিয়াঙ্কা সোমবার সংসদে আসেন ‘প্যালেস্তাইন’ লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে।
গত জুন মাসে সুর চড়িয়ে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, গাজায় গণহত্যা, বর্বরোচিত কর্মকাণ্ড চালাচ্ছে ইজরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রিয়াঙ্কা বলেন, গাজায় গণহত্যা চালানো হচ্ছে। দেশের সাধারণ মানুষ, মা, বাবা, ডাক্তার, নার্স, সাংবাদিক, শিক্ষক, লেখক, কবি, প্রবীণ নাগরিকের জীবন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। হাজার হাজার নিষ্পাপ শিশুর জীবন শেষ হয়ে গেছে।
দেখুন অন্য খবর: