ওয়েব ডেস্ক: “কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা।” বীর-বিপ্লবীদের আত্মবলিদানের পর মিলেছিল স্বাধীনতার স্বাদ। চলতি বছর সেই দেশ স্বাধীন হওয়ার ৭৯তম বছর। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশ হিসাবে ঘোষিত হয়। সেই থেকে প্রতি বছর ১৫ অগাস্ট ভারতে স্বাধীনতা, ঐক্য এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে পালিত হয়ে আসছে। তবে জানেন, কোন রাজ্যের মানুষ এই দিনটিকে কীভাবে পালন করেন?
পশ্চিমবঙ্গে প্রতি বছর ১৫ অগাস্টের দিনটি সুন্দরভাবে পালন করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক সরকারি জায়গায় পতাকা উত্তোলন করা হয়। রেড রোডে আয়োজন করা হয় ১৫ অগাস্টের বিশেষ অনুষ্ঠান। যেখানে কলকাতা পুলিশ সহ রাজ্যের একাধিক স্কুলগুলি অংশ নেয়। তার প্রস্তুতি শুরু হয়ে যায় স্বাধীনতা দিবসের বেশ কিছুদিন আগে থেকেই।
আরও পড়ুন: ডঃ সারাভাই, যার অদম্য লড়াইয়ে জন্ম হয় ISRO-র! জানেন সেই গল্পটা!
রাজধানী দিল্লিতে ১৫ অগাস্টের উদযাপন দেখার জন্য সকলেরই চোখ থাকে টিভির দিকে। লাল কেল্লায় স্বাধীনতা দিবস পালন করা হয়। যেখানে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেন। সামরিক কুচকাওয়াজ, একাধিক রাজ্যের ট্যাবলো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য, দেশ-বিদেশের প্রতিনিধিরা আমন্ত্রিত থাকেন। মহারাষ্ট্রে রাস্তায় রাস্তায় ১৫ অগাস্ট পালন করা হয়। রঙিন শোভাযাত্রা, দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে সব জায়গা। মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া ও গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জাঁকজমকপূর্ণ পতাকা উত্তোলন অনুষ্ঠান দেখা যায়।
চেন্নাইয়ের মেরিনা সি-বিচে পতাকা উত্তোলন করা হয় ১৫ অগাস্টের দিন। সরকারি ভবনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক থিমের সঙ্গে তামিলনাড়ুর সংস্কৃতিকে মাথায় রেখে এ রাজ্যের ঐতিহ্য ভারতনাট্যম ও কর্নাটক সঙ্গীত পরিবেশিত হয়। পঞ্জাবে স্বাধীনতা দিবস পালন হয় ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার মাধ্যমে। আকাশে ওড়ে তেরঙা ঘুড়ি, যা স্বাধীনতার চেতনার প্রতীক।
দেখুন খবর: