ওয়েব ডেস্ক: নিঃশব্দে বিশাল ঘটনা ভারতের কর্পোরেট জগতে। আদানি পোর্টস কোম্পানির গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন গৌতম আদানি (Gautam Adani)। জানা গিয়েছে, এক্সিকিউটিভ চেয়ারম্যান (Executive Chairman) পদ ছেড়ে তিনি এই সংস্থার নন্-এক্সিকিউটিভ চেয়ারম্যান (Non-Executive Chairman) পদে এবার আসীন হলেন। জানা গিয়েছে, এর ফলে ওই কোম্পানিতে গৌতম আদানির সক্রিয় ভূমিকা আর থাকছে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন আদানি? কারণ খুঁজতে নানা জল্পনা তৈরি হচ্ছে বিশেষজ্ঞ মহলে।
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (Adani Ports And Special Economic Zone Limited) ঘোষণা করেছে যে গৌতম আদানি ৫ অগাস্ট, ২০২৫ থেকে কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে তিনি আর কোম্পানির মূল ম্যানেজিং কর্তৃপক্ষের অংশ থাকছেন না। স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, “বোর্ড গৌতম আদানিকে এক্সিকিউটিভ চেয়ারম্যান থেকে নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে।”
আরও পড়ুন: সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত, হতে চলেছে ৬৭,০০০ কোটির চুক্তি!
তবে শুধু গৌতম আদানির সরে দাঁড়ানো নয়, একইসঙ্গে আরও একটি বড় বদল হয়েছে এই সঙ্গস্থায়। জানা গিয়েছে, গৌতম আদানির সঙ্গে কোম্পানি মণীশ কেজরিওয়ালকেও তিন বছরের জন্য অতিরিক্ত নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে। তিনি একটি বেসরকারি ইক্যুইটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার।
উল্লেখ্য, সাম্প্রতিক ত্রৈমাসিকে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের রাজস্ব বছরে ২১ শতাংশ হিসেবে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানি অস্ট্রেলিয়ার NQXT পোর্ট অধিগ্রহণের পথে রয়েছে। এটি একটি গভীর সমুদ্রবন্দর, যেখানে ৫০ এমটিপিএ ক্ষমতাসম্পন্ন মালবাহী জাহাজে করে পণ্য রফতানির সুবিধা রয়েছে। এছাড়া, শ্রীলঙ্কার কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনালে কার্যক্রম শুরু করেছে আদানির মালিকানাধীন এই কোম্পানি।
দেখুন আরও খবর: