নয়াদিল্লি: ট্রেনের মধ্যেই চলছিল রমরমিয়ে গাঁজা (Marijuana in Train) খাওয়া। তাও আবার কোনও পুরুষ নয়, একদল যুবতী। এমনই চাঞ্চল্যকর ঘটনা রীতিমতো সমাজকে চমকে দিয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন যুবতী ট্রেনে দাঁড়িয়ে সিগারেট ও গাঁজা খাচ্ছে। অবশ্য ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। ভিডিয়োটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে ভারতীয় রেল।
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। ঝাড়খণ্ডের টাটানগর থেকে বিহারের কাঠিয়ারগামী ট্রেনে এই ঘটনাটি ঘটে। ট্রেনেরই এক সহযাত্রী সেই ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। একইসঙ্গে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের আসানসোল থেকে কয়েকজন যুবতী ট্রেনে ওঠেন। তারপর সারা রাত ধরে ট্রেনের ভিতরেই সিগারেট ও গাঁজা খেতে থাকেন তাঁরা।
আরও পড়ুন: WBCHSE: উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ২০ দফা নির্দেশিকা
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ব্যস্ত ট্রেনে বাথরুমের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন ওই যুবতীরা। তাদেরকে বারণ করার কেউ নেই। যেখানে ট্রেনের মধ্যে ধূমপান অথবা কোনও নেশা করা আইনত অপরাধ। সেখানে দিব্যি গাঁজা এবং সিগারেট খেতে দেখা গেল ওই যুবতীদের। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়োটি পোস্ট রীতিমতো ভাইরাল। প্রশ্ন উঠছে, কীভাবে প্রকাশ্যে ট্রেনের ভিতরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন তাঁরা?
অবশ্য এই ভিডিয়ো ভারতীয় রেলের নজরে আসতেই তদন্ত শুরু হয়েছে। যিনি এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাঁর কাছে রেলের তরফে ভ্রমণের তথ্য জানতে চাওয়া হয়েছে। ওই ব্যক্তিও তাঁর ভ্রমণের সমস্ত তথ্য রেলকে জানিয়েছে বলে উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায়। রাতে ট্রেনের ভিতরে ধূমপান করা নতুন নয়। বিভিন্ন দূরপাল্লার ট্রেনে প্রতিদিনই এমন ঘটনা ঘটে আসছে। রেলের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও তা পুরোপুরি বন্ধ করা যায়নি। তবে এদিনের এই ঘটনায় ফের যাত্রী নিরাপত্তার ক্ষেত্রেও প্রশ্ন উঠছে বলে মনে করছে বিভিন্ন মহল।