নয়াদিল্লি: নারী শিক্ষা ও ক্ষমতায়নের আইকন। ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষক। আরও অনেক পরিচয়ই রয়েছে ফতিমা শেখের (Fatima Sheikh)। আজ, ৯ জানুয়ারি, রবিবার ১৯১-তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান হল গুগল ডুডলে (Google Doodle)। জ্যোতিরাও ফুলে, সাবিত্রী ফুলে এবং ফতিমা শেখ, এই ত্রয়ী ১৮৪৮ সালে ইন্ডিজিনিয়াস লাইব্রেরি নামে দেশের প্রথম মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে জীবনের শেষদিন পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন ফতিমা।
১৮৩১ সালে পুণে শহরে জন্ম ফতিমার। সত্যসাধক গোষ্ঠীর অন্যতম সত্যসন্ধানী ফতিমা নিজের বাড়ির ছাদেই দলিতদের জন্য স্কুল গড়েন। সমাজের পিছিয়ে পড়া মানুষ, মুসলিম মহিলা, দলিত ও শিশুদের পড়াতেন ফতিমা শেখ ও তাঁর ভাই উসমান। সমাজের নিম্নবর্ণের মানুষকে শিক্ষিত করাই লক্ষ্য ছিল তাঁদের। বাড়ি বাড়ি ঘুরে পড়ুয়া জোগাড়ও করতেন। একাজ করতে গিয়ে বহুবার বাধার মুখে পড়েছিলেন। কিন্তু নিজের সংকল্প থেকে সরে আসেননি এই শিক্ষাব্রতী।
শিক্ষাকে সহজলভ্য করে তোলার কাজ চালিয়ে গিয়েছেন জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত। ২০১৪ সালে ফতিমা শেখকে সম্মান জানিয়েছে ভারতের সরকার। ওই বছর উর্দু পড়ুয়াদের পাঠ্যবইয়ে তাঁর জীবন ও কাজ অন্তর্ভুক্ত হয়েছে। আর আজ, ৯ জানুয়ারি তাঁর জন্মবার্ষিকীতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষাবিস্তারে ফতিমা শেখের অবদানকে কুর্ণিশ জানাতে গুগল ডুডলে ফুটে উঠল ফতিমার প্রতিচ্ছবি।
আরও পড়ুন: Covid vaccine: বিহারে পরিচয়পত্র জাল করে ১১ বার কোভিড ভ্যাকসিন! অশীতিপর ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের
