গুজরাত: গুজরাত এটিএসের হাতে ৭৫ কেজি হেরোইন। পঞ্জাব পুলিস সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গুজরাতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) কচ্ছ জেলার মুন্দ্রা বন্দরে তল্লাশি অভিযান চালিয়ে একটি কন্টেনার থেকে প্রায় ৭৫ কেজি হেরোইন উদ্ধার করে। চোরাবাজারে যার মূল্য ৩৭৫ কোটি টাকারও বেশি।
পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব টুইট করে একথা জানান। টুইটে তিনি লেখেন, মুন্দ্রা বন্দরে জামাকাপড়ের কন্টেনারে হেরোইন মজুত রাখা ছিল বলে খবর। পঞ্জাব পুলিস ও গুজরাত এটিএসের যৌথ অভিযানে ওই ৭৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, পঞ্জাবের এক ব্যবসায়ী মারফত ওই কনসাইনমেন্টটি বুক করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: Contai Municipality: কাঁথি পুরসভা থেকে উধাও সারদার ফাইল
সূত্র মারফত খবর পেয়ে ওই কন্টেনারের তল্লাশিতে নামে এটিএস। জানা গিয়েছে, কন্টেনারটি অন্য এক দেশ থেকে আমদানি করা হয়েছে। বন্দরের বাইরেই একটি মালবাহী গাড়িতে তা মজুত করা ছিল।
এর আগেও এই বন্দর থেকে বিদেশ থেকে আসা কোটি কোটি টাকার ওষুধ বাজেয়াপ্ত করেছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় পুলিস ও গোয়েন্দা সংস্থাগুলি। এই কারণে প্রশ্ন উঠছে, গুজরাতের কচ্ছ কি পাচারের মূল কেন্দ্র হয়ে উঠছে?
আরও পড়ুন: PM Modi: মোদির টুইস্ট, অশোকস্তম্ভের সিংহের রূপবদল কার নির্দেশে? নিন্দার ঝড়