skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeদেশমোদি-শাহের চাপে ইস্তফা? কী বললেন বিজয় রুপানি

মোদি-শাহের চাপে ইস্তফা? কী বললেন বিজয় রুপানি

Follow Us :

গান্ধীনগর: দলের নির্দেশে আচমকাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রুপানি (Vijay Rupani)৷ তাঁর ইস্তফার খবরে আলোড়ন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে৷ শনিবার দুপুরের পর থেকে যাঁকে নিয়ে এত আলোচনা শুরু হয়েছে সেই বিজয় রুপানি অবশ্য নির্বিকার৷ ইস্তফা দেওয়ার পর তাঁর প্রতিক্রিয়া, নতুন কারওর নেতৃত্বে এগিয়ে চলুক গুজরাত (Gujarat)৷

আরও পড়ুন: Breaking: পদত্যাগ করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী

গুজরাতের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি নতুন কারওর নেতৃত্বে, নতুন উদ্যমে এবং নতুন শক্তিতে গুজরাতের উন্নয়নের যাত্রা এগিয়ে চলুক৷ এটা মাথায় রেখে আমি গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম৷’ মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের উন্নয়নের শামিল হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দলকে ধন্যবাদ জানান তিনি৷ বলেন, ‘আমার মত একজন দলীয় কর্মীকে এমন সুবর্ণ সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ৷ শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্ণ সহযোগিতা আমি পেয়েছি৷ তাঁর নেতৃত্বে গুজরাত উন্নয়নের বহু ফলক পেরিয়েছে৷ আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ৷’

আর ১৫ মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন৷ তার আগে আজ শনিবার বারবেলায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিজয় রুপানি৷ বিজেপি সূত্রে খবর, দিল্লির নির্দেশেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রুপানি৷ মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কাজকর্মে খুশি ছিল না শীর্ষ নেতৃত্ব৷ তাই তাঁকে দ্রুত ইস্তফার কথা জানিয়ে দেওয়া হয়েছিল৷

আরও পড়ুন: রেকর্ড বৃষ্টি, জল থই থই দিল্লি বিমানবন্দর, জারি অরেঞ্জ অ্যালার্ট

পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দু’জনের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে৷ তাঁরা হলেন মনসুখ মান্ডব্য এবং পারশোত্তম রুপালা৷ দু’জনেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য৷ প্রথম জন দেশের স্বাস্থ্যমন্ত্রী৷ দ্বিতীয়জন পশুপালন মন্ত্রী৷ আবার অন্য এক সূত্রে খবর, বিধায়ক নন এমন নতুন মুখকেও মুখ্যমন্ত্রী করা হতে পারে৷ যা সিদ্ধান্ত নেওয়া হবে সবটাই আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে৷ ২০২২ সালে এখানে নির্বাচন৷ গত দু’দশকে গুজরাতের একটিও বিধানসভা নির্বাচনে হারেনি বিজেপি৷ গেরুয়া শিবিরের দূর্গ এই রাজ্য থেকেই উঠে এসেছেন নরেন্দ্র মোদি৷ রাজনৈতিক মহলের মতে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে গুজরাত বিধানসভা নির্বাচন বিজেপির প্রেস্টিজ ফাইট হতে চলেছে৷ এখানে বিজেপি হারলে উৎফুল্ল হবে বিরোধীরা৷ জিতলে আগামী লোকসভা ভোটের লড়াইয়ে আত্মবিশ্বাস বাড়বে বিজেপির৷

RELATED ARTICLES

Most Popular