ওড়িশা: ২০ ডিসেম্বর ওড়িশা থেকে ঝাড়গ্রামে পারি দেয় বাঘিনি জিনাত। আর তারপরেই সে কদিনের মাথায় ঢুকে পড়ে বঙ্গে। পুরুলিয়ার রাইকা পাহাড়ে প্রায় দিন সাতেক অবাধ বিচরণ করে সে। কোনভাবেই বাঘিনি জিনাতকে বন দফতরের কর্মীরা বাগে পাচ্ছিল না। মডার্ন টেকনোলজি ব্যবহার করেও তাকে কোনভাবেই বাগে পাচ্ছিলনা বন দফতরের কর্মীরা। আর তারপরেই সে এগিয়ে যায় বাঁকুড়ার সুসুনিয়া পাহাড়ের দিকে। সেখানেও ১-২ দিন ঘুরে বেড়ানোর পর অবশেষে গত রবিবার ঘুম পাড়ানি গুলি ছুড়ে তাকে বাগে আনা হয়।
জিনাতকে তারপর নিয়ে আসা হয় আলিপুর চিকিৎসালয়। আর তারপরেই উচ্চপদস্থ আধিকারিকরা জিনাতের শারীরিক অবস্থা নিয়ে পরবর্তী ক্ষেত্রে বৈঠকে বসেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বাঘিনিকে ফেরানো হবে আবারও ওড়িশায়।
আরও পড়ুন: ১০ দিনের লড়াই শেষ! মায়ের কোলে ফিরল চেতনার নিথর শরীরhttps://kolkatatvonline.in/scroll/rajasthan-girl-pulled-out-10-days-after-falling-into-borewell-kolkata-tv-online-national-news/
নিজের জায়গায় ফিরে বাঘিনি বেশ মজাতেই রয়েছে। ইতিমধ্যেই সদ্য যুবতী বাঘিনীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে বাড়ি ফিরে ছোট্ট পুকুরে জলকেলি করছে সে। যা দেখে স্পষ্ট বাড়ি ফিরতে পেরে বেশ খুশি হয়েছে সে।
উল্লেখ্য, বাঘিনীর রাজ্যের দুই প্রান্তে ছোটা ছুটি করে বেড়ায়, আর তাকে বাগে পেতে বনদপ্তরকেও সমান তালে তার পিছু ধাওয়া করতে হয়। বন দফতর সূত্রে খবর বাঘিনী জিনাতকে ধরতে বন দফতরের মোট খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। তবে বাড়ি ফিরে সে বেশ ভালই আছে বলে জানা যাচ্ছে।
দেখুন অন্য খবর