কলকাতা টিভি ওয়েব ডেস্ক: এখন থেকে চাইলেই রাখা যাবে না অগণিত সিমকার্ড। ফেক কল, আপত্তিজনক কল, অপরাধমূলক কাজকর্ম, দুর্নীতি ঠেকাতে ডিপার্টমেন্ট অফ টেলিকমের তরফ থেকে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী, একজন ব্যক্তি ৯ টার বেশি সিমকার্ড রাখতে পারবেন না নিজের কাছে।
এই নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ৯টার বেশি সিম কার্ড থাকলে ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন না করলে যে কোন সময়েই বন্ধ হয়ে যেতে পারে সিমকার্ডগুলি। তবে, ৯টার বেশি সিম কার্ড থাকলে গ্রাহককে নিজের ইচ্ছামত ৯টি সিম কার্ড চালু রাখার অনুমতি দেওয়া হবে। বাকি সিম কার্ড গুলি বন্ধ করে দেওয়া হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকম জানিয়েছেন, ফেক কল, আপত্তিজনক কল, অপরাধমূলক কাজকর্ম, দুর্নীতি বন্ধ করতেই এই পদক্ষেপ।
আরও পড়ুন- আনন্দপুরে আত্মগোপন করে থাকা ২১ বাংলাদেশি গ্রেফতার
ইতিমধ্যেই যাদের কাছে ৯টির বেশি সিমকার্ড রয়েছে তাঁদের নোটিফিকেশন পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও যাদের কাছে ৯টির বেশি সিম কার্ড রয়েছে ৩০ দিনের মধ্যে তাঁদের সমস্ত আউটগোয়িং কল বন্ধ করে দেওয়া হবে। ইনকামিং কলের ক্ষেত্রে বন্ধের সময়সীমা দেওয়া হয়েছে ৪৫ দিনের। একইসঙ্গে ডিপার্টমেন্ট অফ টেলিকম এই নতুন নিয়মে গ্রাহকদের এক্সট্রা সিম কোম্পানির কাছে জমা দেওয়ার অপশনও রেখেছে।