বিশাখাপত্তনম: আজব কাণ্ড! অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) ঘুমের মধ্যে এক পাটি দাঁত (swallows dentures) গিলে ফেললেন এক প্রৌঢ়! আর সেই দাঁত গিয়ে আটকে গেল শ্বাসনালিতেতে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাঁতের পাটিটি ডানদিকের শ্বাসনালিতেতে আটকে আছে বলে পরীক্ষার পর জানান চিকিৎসকেরা। বিশাখাপত্তনমের ঘটনা।
জানা গেছে, দাঁতটি শ্বাসনালিতে (lungs) আটকে যাওয়ার পরেও ওই ব্যক্তির শ্বাস নিতে অসুবিধা না হলেও প্রচণ্ড কাশি হতে থাকে।
খুব জটিল অস্ত্রোপচার ব্রঙ্কোস্কপির (Rigid bronchoscopy) মাধ্যমে নিরাপদে দাঁত বের করে আনা হয়। বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা এখন সফলভাবে দাঁতের সেটটি সরিয়ে ফেলেছেন। ওই ব্যক্তির নাম বয়স ৫২।
জানা গেছে সময়ের সঙ্গে সঙ্গে ওই নকল দাঁতের সেটটি আলগা হয়েছিল। মাড়িতে ঠিক মতোভাবে বসছিল না। কিন্তু ওই ব্যক্তি ভুলবশত দাঁতের সেটটি পড়েই ঘুমিয়ে পড়েন। অসাবধানতা বশত সেটি গলায় আটকে যায়।
আরও পড়ুন: শৈত্যপ্রবাহে দিল্লি সমেত গোটা উত্তরভারত, ৫ ডিগ্রির নীচে পারদ
কিমস আইকন হাসপাতালের চিকিৎসক সি এইচ ভারত জানিয়েছেন, ওই ব্যক্তি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় কোনওভাবে দাঁতের পাটিটি খুলে শ্বাসনালিতে আটকে যায়। তবে তার বাম ও ডান আংশিকভাবে কাজ করছিল, তাই তার শ্বাস নিতে কোনও অসুবিধা হয়নি। ক্রমাগত কাশি হতে থাকে তাঁর। এক্স রে আর সিটি স্ক্যান করে জানা যায়, দাঁতের সেটটি শ্বাসনালিততে ঢুকে আটকে রয়েছে। একটি সাধারণ এনেস্থেশিয়া করে ওই অস্ত্রোপচার করে দাঁতের সেটটি বের করে আনা হয়েছে। বিপদমুক্ত ওই রোগী।
অস্ত্রোপচারের সময় ফুসফুসে আঘাত লাগার একটি সম্ভাবনা ছিল, কিন্তু সাফল্যের সঙ্গে সমস্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কারণ দাঁতের সেটের পাশে একটি ধাতব পাত থাকে তাই আঘাতের একটি সম্ভাবনা থাকে। অস্ত্রোপচারের সময় মুখে সামান্য একটু আঘাত লেগেছিল, কিন্তু তার জন্য উপযুক্ত ওষুধ দেওয়া হয়েছে।
দেখুন অন্য খবর: