Sunday, August 10, 2025
Homeদেশআফগান পরিস্থিতি মোকাবিলায় ভারতের অভিযানের নাম 'অপারেশন দেবী শক্তি'

আফগান পরিস্থিতি মোকাবিলায় ভারতের অভিযানের নাম ‘অপারেশন দেবী শক্তি’

Follow Us :

নয়াদিল্লি: দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের দিনে আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। তারপরের দিন থেকেই কাবুলিওয়ালার দেশে থেকে ভারতীয়দের উদ্ধারকার্যে নেমেছে বায়ু সেনা। ভারতীয়দের পাশাপাশি ওই দেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকেও ফিরিয়ে আনা হচ্ছে ভারতে। ভারতীয় বায়ুসেনার এই বিশেষ অভিযানের নাম রাখা হল, ‘অপারেশন দেবী শক্তি'(Operation Devi Shakti)।

মোদি সরকারের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আফগান পরিস্থিতি মোকাবিলায় বায়ুসেনার অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন দেবী শক্তি’। এই কর্মকাণ্ডে সামিল হয়েছে বায়ুসেনার পাশাপাশি এয়ার ইন্ডিয়া। তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী। সেই সঙ্গে কুর্নিশ জানিয়েছেন বিদেশমন্ত্রকের কর্মীদের। মঙ্গলবার ওই তিন সংস্থাকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন জয়শঙ্কর। সেই সময়েই এই অভিযানের নাম প্রকাশ করেন তিনি।

এ দিন কাবুল থেকে ৭৮ জনকে উদ্ধার করে নিয়ে ভারতে আসা হয়েছে। উদ্ধার ৭৮ জনের মধ্যে ২৫ জন ভারতীয় রয়েছেন। সকলকে কাবুল থেকে তাজিকিস্তান হয়ে দিল্লিতে নিয়ে আসা হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানে। এখন পর্যন্ত আফগানিস্তান থেকে ৮০০ জনকে ভারতে নিয়ে আসা হয়েছে। যাদের মধ্যে প্রায় ২০০ জন এমন রয়েছেন যারা ভারতের নাগরিকত্ব নেই।

আরও পড়ুন- বিজেপির শক্তিক্ষয়, মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

তালিবানের কাবুল দখলের পরের দিনেই অর্থাৎ ১৬ অগস্ট কাবুল থেকে ৪০ জন ভারতীয়কে তড়িঘড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। যাদের অধিকাংশই ছিলেন আফগানিস্তানে থাকা ভারতের চারটি দূতাবাসের কর্মী। গত ১৭ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছিলেন যে আফগানিস্তানে থাকা সকল ভারতীয়কে ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে ওই দেশে থাকা যে সকল হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষ ভারতে আসতে আগ্রহী- তাঁদেরকেও নিয়ে আসতে হবে।

সেই অনুযায়ী কাজ শুরু করে বিদেশমন্ত্রক। সমগ্র কাজ সম্পন্ন করা খুবই ‘কঠিন এবং জটিল’ বলে মন্তব্য করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও সেই কাজ গত এক সপ্তাহ ধরে সাফল্যের সঙ্গে করে চলেছে বিদেশমন্ত্রক। এই অভিযানের জন্য বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিশেষ সেল গঠন করা হয়েছে। যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, তৈরি জলকামা/ন, ব্যারিকেডে আটকানো রাস্তা
03:57:14
Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযানে এ কী অবস্থা? দেখুন Live
03:24:10
Video thumbnail
Nabanna Abhijan | RG Kar Incident | 'প্রতিবাদ মিছিলে আমি থাকব' নবান্নমুখী তামান্না খাতুনের মা
03:13:03
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:00:30
Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযানের মিছিল রুখতে তৈরি 'লৌহকপাট'
44:46
Video thumbnail
Modi-Putin | পুতিনের সঙ্গে টেলিফোনে কথা মোদির, কী কী বিষয়ে কথা? দেখুন বড় আপডেট
03:25:40
Video thumbnail
Priyanka Gandhi | এই ভাষণে নির্মলাকে ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী, না দেখলে মিস
03:17:30
Video thumbnail
Jaya Bachchan | Nirmala Sitharaman | বলুন আমি কত ট্যাক্স দেব? সংসদে নির্মলাকে ধুয়ে দিলেন জয়া বচ্চন
03:12:38
Video thumbnail
Politics | 'এ যুগের গান্ধী কে? নরেন্দ্র মোদি আবার কে!'
04:15
Video thumbnail
Politics | ইডির কর্মকর্তা কপিল রাজ রিলায়েন্সে নিলেন কেন কাজ?
03:18