Friday, August 8, 2025
HomeদেশEnvironmental Performance Index: পরিবেশের ১৮০ দেশের মধ্যে 'লাস্ট বয়' ভারত

Environmental Performance Index: পরিবেশের ১৮০ দেশের মধ্যে ‘লাস্ট বয়’ ভারত

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিশ্বের মধ্যে সব থেকে খারাপ পরিবেশ ভারতের। যে কারণে আন্তর্জাতিক পরিবেশ সূচকে সব থেকে নীচে রয়েছে ভারতের নাম। এমনকি পাকিস্তান এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির পরিবেশও ভারতের থেকে ভালো। অন্তত মার্কিন সংস্থার রিপোর্ট সেই কথাই বলছে। এই রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের এনভায়রনমেন্ট পারফর্মেন্স ইনডেক্সে (Environmental Performance Index 2022) ভারতের স্থান ১৮০।

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য, বায়ুদূষণ, কার্বন নিঃসরণ-সহ ৪০টি বিভাগে মোট ১৮০টি দেশকে বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে। যে রিপোর্টের শীর্ষে রয়েছে ডেনমার্ক। ভালো পরিবেশের নিরিখে ডেনমার্কের পয়েন্ট ৭৭.৯। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের পয়েন্ট যথাক্রমে ৭৭.৭ ও ৭৬.৫। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান। সে দেশের পয়েন্ট ২৫। আর এই রিপোর্ট অনুযায়ী, পরিবেশ সূচকের প্রায় সব কটি বিভাগে ‘ফেল’ করে ১৮.৯ পয়েন্ট পেয়ে তালিকার একেবারে শেষে স্থান পেয়েছে ভারত।

ইপিআইয়ের এই ইনডেক্স প্রতি বছর তৈরি করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং কলম্বিয়া ইউনিভার্সিটি সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক (CIESIN) এর সহযোগিতায় ২০০২ সাল থেকে এই রিপোর্ট পেশ করা শুরু হয়েছিল। ২০২২ সালের এই রিপোর্ট ইয়েল সেন্টার এবং কলম্বিয়ার আর্থ ইনস্টিটিউট যৌথ ভাবে পেশ করা হয়েছে।

ভারত এবং নাইজেরিয়ার মতো দেশগুলির র‍্যাঙ্ক নীচে রয়েছে। যে কারণেই ভবিষ্যতে এই সব দেশের বায়ু এবং জলের গুণমান, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অগ্রাধিকার দেওয়া উচিত। মেটাস্ট্রিং ফাউন্ডেশন এবং সমন্বয়কারী, জীববৈচিত্র্য সহযোগীর সিইও চেল্লাম বলেন, আমাদের অবিলম্বে ভারতের শিল্প ক্ষেত্রে কার্বনের ব্যবহারের কমাতে হবে। আমাদের সমস্ত বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং সুস্থ স্বাভাবিক পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে। যাতে ভবিষ্যতে পরিবেশ আবার সুস্থ হয়ে ওঠে।

ইপিআই অনুমান, ডেনমার্ক এবং যুক্তরাজ্য-সহ বেশ কয়েকটি দেশ ২০৫০ সালের মধ্যে শূন্য শতাংশ কার্বন ছাড়বে। কিন্তু চীন, ভারত এবং রাশিয়ার মতো দেশগুলি যে ভাবে গ্রিনহাউস গ্যাস তৈরি করছে তাতে পরিবেশ আরও খারাপের দিকে এগোচ্ছে। এই রিপোর্টে বলা হয়েছে ২০৫০ সালে বিশ্বে চিন সবচেয়ে বেশি কার্বন নি:সরণ করবে। তারপরেই থাকবে ভারত। আর এভাবে পরিবেশে কার্বন ছাড়তে থাকলে ভবিষ্যতে বিশ্বের কার্বন নি:সরণের ৫০ শতাংশই হবে ভারত, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে।

আরও পড়ুন- GDP India: মুডিজের পর এবার বিশ্বব্যাঙ্ক, ভারতের আর্থিক উন্নয়নের হার ছেঁটে ফেলে নতুন করে পূর্বাভাস

বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, পরিবেশ রক্ষায় বিশ্বের সামনে ভারত নজির তৈরি করেছে। আর তার ঠিক দু’দিনের মধ্যেই আন্তর্জাতিক পরিবেশ সূচকে দেশের র‍্যাঙ্ক থেকে স্বাভাবিক ভাবেই কটাক্ষ করেছে বিরোধীরা। টুইট করেছেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। লেখেন, ভয়ংকর খবর! ২০২২ সালে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ভারত সবচেয়ে খারাপ পারফর্ম করেছে। পরিবেশের এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদির কোনও ভ্রুক্ষেপ নেই। কারণ তাঁকে নিজেদের বন্ধুদের সমৃদ্ধ করতে হবে এবং তাঁর ভক্তরা মূর্খ!

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী, কী বক্তব্য রাখছেন? দেখুন সরাসরি
01:15:11
Video thumbnail
Weather Update | সকাল থেকেই আকাশের মুখভার, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি কোন কোন জেলায়?
02:07:00
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:54:19
Video thumbnail
Politics | বো/মা ফাটালেন রাহুল, এখন কী করবে ইলেকশন কমিশন?
06:12
Video thumbnail
Politics | আদালত অবমাননায় প্রিয়াঙ্কা বিজেপির নিশানায়
05:34
Video thumbnail
Politics | পুরনো ট্র‍্যাডিশন ভুলে গিয়ে, আসন ভাগ যোগ্যতা দিয়ে
04:25
Video thumbnail
Bangla Bolche | Krishanu Mitra | রাহুলের ব্যাখ্যায় TMC
02:22
Video thumbnail
Politics | কাছে টানতে মহিলা ও সংখ্যালঘু ভোটার, উপরাষ্ট্রপতি পদই হবে হাতিয়ার?
06:15
Video thumbnail
Bangla Bolche | Shankudeb Panda | স্বচ্ছ ভোটার বানাতে ভ/য় পাচ্ছে বিরোধীরা?
01:14
Video thumbnail
Bangla Bolche | Krishanu Mitra | বিজেপির দ্বিচারিতা সামনে?
00:46