ওয়েব ডেস্ক: দিন দিন গতির পিছনে দৌড়চ্ছে দুনিয়া। যানবাহন থেকে ইন্টারনেট- সবই আজকাল সুপারফাস্ট। সেই ইঁদুরদৌড়ে নেমে পড়েছে ভারতীয় রেলও (Indian Railways)। বন্দে ভারতের পর হাইস্পিড রেল হিসেবে এবার ভারতের বুকে ছুটতে চলেছে হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)। ডিজেল বা বিদ্যুতের পরিবর্তে এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানিতে চলবে দেশের প্রথম সুপারফাস্ট হাইড্রোজেন ট্রেন। ঘণ্টায় ১৬০ কিমি গতিবেগের এই আধুনিক ট্রেন ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে এবং সফলভাবে সম্পন্ন হয়েছে ট্রায়াল রান।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সামাজিক মাধ্যমে ট্রেনটির প্রথম ঝলক শেয়ার করে দেশবাসীকে চমকে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিশ্বের পঞ্চম দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালনার গৌরব অর্জন করবে ভারত। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মিত এই ট্রেনে ডিজেল ও ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেকের সঙ্গে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল। এই ট্রেনের জ্বালানি তৈরি হবে হরিয়ানার জিন্দের ইলেকট্রোলাইজারে।
আরও পড়ুন: মহাকাশের পর জল-দুনিয়ায় ইতিহাস লিখল ভারত!
১২০০ হর্সপাওয়ার ক্ষমতার ইঞ্জিন সমৃদ্ধু এই ট্রেন গতি ও প্রযুক্তির নিরিখে বন্দে ভারতকেও পিছনে ফেলবে। একেকটি ট্রেন তৈরিতে খরচ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা, পাশাপাশি হাইড্রোজেন ট্রেনের জন্য আলাদা ট্র্যাক তৈরিতে ব্যয় হবে আরও ৭০ কোটি টাকা। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে প্রতি ট্রেনে থাকবে ৮টি আধুনিক কোচ ও মোট ২৬৩৮টি আসন। নিরাপত্তার জন্য প্রতিটি কামরায় একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
Bharat’s First Hydrogen Train! 🇮🇳
Coming soon… pic.twitter.com/Mtq72zd1Dd— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 12, 2025
‘হাইড্রোজেন ফর হেরিটেজ’ প্রকল্পের (Hydrogen For Heritage Scheme) আওতায় প্রাথমিকভাবে হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত চলবে এই ট্রেন। পরে পর্যটন উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সারা দেশের বিভিন্ন রুটে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। রেলমন্ত্রী বৈষ্ণবের দাবি, শুধু পরিবেশবান্ধব পরিবহনই নয়, বরং ভারতের পর্যটন শিল্পকেও নতুন গতি প্রদান করবে এই হাইড্রোজেন ট্রেন।
দেখুন আরও খবর: