Friday, August 1, 2025
Homeদেশচপার দুর্ঘটনায় কাশ্মীরে মারা গেলেন বায়ুসেনার দুই পাইলট

চপার দুর্ঘটনায় কাশ্মীরে মারা গেলেন বায়ুসেনার দুই পাইলট

Follow Us :

শ্রীনগর: মারাই গেলেন বায়ুসেনার ওই দুই পাইলট (Pilot)৷ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উধমপুর (Udhampur) জেলায় ভেঙে পড়ে তাঁদের চপার৷ ঘটনায় দু’জনেই গুরুতর আহত হন৷ পরে পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁদের৷

আরও পড়ুন: কাশ্মীরে বায়ুসেনার চপার ভেঙে গুরুতর আহত ২ পাইলট

পুলিশ জানিয়েছে, উধমপুর জেলার পাতনিটপের পাহাড়ি এলাকায় আবহাওয়া খারাপ থাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতীয় বায়ুসেনার চিতা হেলিকপ্টার৷ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল৷ তার পরই ভেঙে পড়ে বিমানটি৷ মৃত দুই পাইলট মেজর ব়্যাঙ্কের অফিসার ছিলেন৷ সেনার এক আধিকারিক জানিয়েছেন, তাঁদের দু’জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু বাঁচানো যায়নি৷

ভেঙে পড়া চপারের ধ্বংসাবশেষের ছবি ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়ায়৷ তাতে দেখা গিয়েছে পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে চপারটি৷ ছবিতেই স্পষ্ট ঘন কুয়াশার দাপট৷ সেনা সূত্রেও খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে৷ পরে সেনার নর্দ্যান কমান্ড টুইট করে জানায়, মৃতরা হলেন মেজর রোহিত কুমার এবং মেজর অতুল রাজপুত৷ খবর পেয়ে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং৷

আরও পড়ুন: সঙ্কট ভয়াবহ, গত পাঁচ বছরে সাত লাখের বেশি কর্মী চাকরি হারিয়েছেন সংবাদ মাধ্যমে

বলে রাখা ভালো, গত সাত সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরে এটি দ্বিতীয় বিমান দুর্ঘটনা৷ গত মাসেও কাঠুয়ার রঞ্জিৎ সাগর দাম লেকের কাছ ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি বিমান৷ ওই বিমানেও দু’জন পাইলট ছিলেন৷ একজনের দেহ মিললেও অপর পাইলটের দেহ পাওয়া যায়নি৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39