কোচি: সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির যুদ্ধজাহাজ আইএনএস ভিক্রান্তের ( INS VIKRANT) ট্রায়াল শুরু। নৌ বাহিনীর মুকুটে যুক্ত হল নতুন পালক। বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় নৌ সেনার তরফে এই ট্রায়ালের কথা জানানো হয়েছে। ভারতে এই প্রথম কোনও যুদ্ধজাহাজ তৈরি হল যার সমস্ত যন্ত্রাংশ ভারতে তৈরি।
আরও পড়ুন: অর্থ সংকট কাটাতে প্রধানমন্ত্রীর বাসভবন ভাড়া দিচ্ছে পাকিস্তান
এটি আত্মনির্ভর ভারতের একটি প্রোজেক্ট। কোচির শিপইয়ার্ডে এই অত্যাধুনিক সরঞ্জাম সহ যুদ্ধজাহাজটি তৈরি হয়েছে। আর কয়েকদিন পরেই স্বাধীনতা দিবস। তার আগেই এই যুদ্ধজাহাজ কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। সেই মতো বুধবার এই জাহাজের প্রথম ট্রায়াল শুরু হল।
আরও পড়ুন: বাংলার বন্যা ‘ম্যান মেড’, দাবি মমতার
এ বছর ১৯৭১ এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি। সেই যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিল ভারতীয় নৌসেনা। সেই জয়ের কথা স্মরণ করেই ভিক্রান্ত তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নৌ সেনা। করোনা পরিস্থিতিতেও সকলের যৌথ প্রচেষ্টায় এই যুদ্ধজাহাজ এত তাড়াতাড়ি তৈরি করা সম্ভব হয়েছে বলে ধন্যবাদ জানিয়েছে নৌ সেনা।
Maiden sea sortie of Indigenous Aircraft Carrier, ‘Vikrant’ is a true testimony to our unwavering commitment to #Atmanirbharta in Defence. Realisation of this historic milestone, regardless of COVID, shows true dedication & commitment of all stakeholders. A proud moment for India pic.twitter.com/pJJZqmV4G1
— Rajnath Singh (@rajnathsingh) August 4, 2021