Sunday, August 3, 2025
HomeCurrent NewsSC On Jahangirpuri Demolitions: নোটিসের পরও ভাঙল বাড়ি জাহাঙ্গিরপুরে, কেন? জানতে চেয়ে...

SC On Jahangirpuri Demolitions: নোটিসের পরও ভাঙল বাড়ি জাহাঙ্গিরপুরে, কেন? জানতে চেয়ে কঠোর সুপ্রিম কোর্ট

Follow Us :

নয়াদিল্লি: শীর্ষ আদালতের নির্দেশের পরেও দিল্লির জাহাঙ্গিরপুরীতে বাড়ি উচ্ছেদের কাজ বন্ধ হয়নি।বিষয়টি গুরুত্বপূর্ণ।গুরুতর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হবে।বৃহস্পতিবার দাঙ্গাবিধ্বস্ত জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ অভিযানের উপর স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশের পরেই একথা জানাল সুপ্রিম কোর্ট।

দেশের প্রধান বিচারপতির নির্দেশের পরও কিন্তু বুলডোজার থামেনি। উচ্ছেদ বন্ধ রাখতে শেষপর্যন্ত ফের হস্তক্ষেপ করতে হয় প্রধান বিচারপতিকে। আদালতের রেজিস্ট্রিকে ‘কোর্ট-অর্ডার’ দিল্লি পুলিসের ডেপুটি কমিশনারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। গুঁড়িয়ে ধুলো হয়ে গিয়েছে অসংখ্য ঘর-বাড়ি-দোকান।সরকারি জমিতে বেআইনি ভাবে বাড়ি নির্মাণের জন্য দাঙ্গাকারিদের বাড়ি ভাঙার জন্য উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দেন দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা।

যদি পুর কমিশনারের দাবি, পুরসভা কোনও নিয়মবিরুদ্ধ কাজ করেনি৷ যা করেছে পুর আইন মেনেই করেছে৷ তিনি বলেন, ‘দিল্লি পুর আইনের ৩২১, ৩২৩ এবং ৩২৫ ধারায় বলা আছে, অস্থায়ীভাবে দখল হয়ে যাওয়া সরকারি জমি বা রাস্তা থেকে উচ্ছেদকারীদের সরাতে কোনও আগাম নোটিস দেওয়ার প্রয়োজন নেই৷’

আরও পড়ুন SC on Jahangirpuri: দিল্লি পুরসভার বেআইনি উচ্ছেদের মামালায় আজ শুনানি সুপ্রিম কোর্টে

একইসঙ্গে উত্তর দিল্লি পুরসভার দাবি, সরকারি জমির উপর তৈরি বাড়ি ভেঙে ফেলা এবং দখলদারদের সরিয়ে দেওয়া- এই দুটোর মধ্যে ফারাক আছে৷ বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলতে আগাম নোটিস দেওয়া হয়৷ তবে এ দিনের উচ্ছেদ অভিযানে জাহাঙ্গিরপুরীতে একটি বাড়িও ভেঙে ফেলা হয়নি বলে জানিয়েছেন পুর কর্তারা৷ তাঁরা বলেন, ‘মসজিদের পাশে নদর্মার উপর কিছু বেআইনি নির্মাণ ছিল৷ সেই নর্দমা তৈরি সরকারি জমির উপর৷ তাই সেগুলি ভেঙে ফেলা হয়৷’

এর আগেও তিনবার জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ অভিযান হয়েছে৷ সরকারি জমি দখলমুক্ত করতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট চারবার বার সেখানে উচ্ছেদ অভিযান হয়েছে৷তবে এবারের ঘটনায় সুপ্রিম কোর্টে অনেকদূর পর্যন্ত  জল  গড়াতে পারে বলেই মত একাংশের।

আরও পড়ুন Kolkata Weather: শহরবাসীর জন্য সুখবর, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজবে কলকাতা

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39