কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ২০২০ সাল। সারা দেশ সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে উত্তাল। দিল্লির শাহিনবাগে চলছে আন্দোলন। তখনই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে বন্দুক হাতে দেখা গিয়েছিল রামভক্ত গোপালকে। যে আন্দোলনকারীদের উদ্দেশে ‘ইয়ে লো আজাদি’ বলে বন্দুকের গুলি ছুড়েছিল। ভাইরাল হয়েছিল তার ছবি। বয়ে গিয়েছিল সমালোচনার ঝড়।
দু’বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দু রামভক্ত গোপাল। দিল্লির শাহিনবাগ কাণ্ডে জামিন মিলতেই তাকে দেখা গেল। আবারও অস্ত্র হাতে। এবার সে যোগ দিয়েছে গো-রক্ষক দলে। অন্তত তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল তাই বলছে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে রামভক্ত গোপাল। যেখানে দেখা যাচ্ছে, বন্দুক হাতে নিয়ে চলন্ত গাড়ির জানলা থেকে কিছু সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে সে। তাকে দেখে পালাচ্ছে কচিকাচারা। ক্যাপশনে লেখা ‘গৌ রক্ষা দল, মেওয়াট রোড, হরিয়ানা।’
In another video uploaded by Rambhakt Gopal on his instagram, gun is being pointed at people. On the video it's written– Gau Raksha Dal, Mewat road, Haryana.
Insta link: https://t.co/2AYOfDhB2m pic.twitter.com/KjqaqA8j6U
— Kaushik Raj (@kaushikrj6) April 24, 2022
আরও পড়ুন- Prayagraj Murder: প্রয়াগরাজের অভিযুক্তদের সন্ধান দিলে মিলবে ২৫ হাজারের পুরস্কার
শুধু সাধারণ মানুষকে ভয় দেখিয়েই ক্ষান্ত থাকেনি সে। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা গিয়েছে এক ব্যক্তিকে মাটিতে ফেলে বন্দুকের নল দেখিয়ে অমানুষিক ভাবে টানতে টানতে গাড়িতে তোলা হচ্ছে। যে ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘গরু পাচারকারীকে নিয়ে যাওয়া হচ্ছে।’
মুহূর্তেই ভাইরাল হয়েছে ওই ভিডিয়োগুলি। যা শেয়ার করে ওই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন নেটিজনেরা। এর আগে দিল্লির ঘটনায় নাবালক ছিল ওই যুবক। গুলি চালানোর ঘটনায় তিন মাস পর তাকে ছেড়ে দেওয়া হয়। এবার তার কড়া শাস্তির দাবি করেছে নেটিজনেরা।