Sunday, August 3, 2025
HomeCurrent NewsJ&K Highway Closed: টানা বৃষ্টিতে ধস নেমে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক

J&K Highway Closed: টানা বৃষ্টিতে ধস নেমে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক

Follow Us :

শ্রীনগর: শ্রীনগরের রামবান জেলায় টানা বৃষ্টির জেরে ধস নেমে বন্ধ হয়ে গেল জম্মু কাশ্মীরের একাধিক রাস্তা। বুধবার সকালে পাহাড়ে ধস নামায় জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কটি বন্ধ হয়ে যায়। যে কারণে সকাল সকাল সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। আটকা পড়ে শতাধিক গাড়ি।

জম্মু-কাশ্মীরের ট্রাফিক দফতরের কর্মকর্তারা জানান,  ভূমিধসের কারণে এদিন বন্ধ করে দেওয়া হয় শ্রীনগরের মুঘল রোড। যা জম্মু অঞ্চলের পুঞ্চ এবং রাজৌরি এই দুই জেলাকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সাথে সংযুক্ত করে। একইসঙ্গে রামবান জেলার বেশ কয়েকটি স্থানে অনবরত পাথরের চাই পড়ায় আটকে যায় পান্থিয়াল মহাসড়কটি। বন্ধ হয়ে যায় যান চলাচল। এই বিপর্যয়ের কারণে বুধবার সব মিলিয়ে কমপক্ষে ১০০০টি গাড়ি আটকে পড়ে সড়কে। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা।

জম্মু কাশ্মীর বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, এখনও পাথার সরানোর কাজ সম্পূর্ণ হয়নি। কাজ চলছে। তবে লাগাতার বৃষ্টির জন্য কাজে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

বুধবার সকালে রামবান জেলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করে জম্মু ও কাশ্মীর পুলিস। টুইটে লেখেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (NHW)-এর বেশ কয়েকটি জায়গায় ভূমিধস নেমেছে। একইসঙ্গে  মুঘল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাটারি চেসমা মহাসড়কের অবস্থা খারাপ। আটকে পড়া ভারী যানবাহনগুলি সরাতে প্রচুর কাদা পরিষ্কার করতে হচ্ছে। তাতে অনেক সময় লাগছে।

আরও পড়ুন Sundarbans: বর্ষার আগে নদীবাঁধে কংক্রিটের ব্লক বসাল সেচ দফতর

প্রতিকূল আবহাওয়ার জন্য, বুধবার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ রামবান জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। রামবান জেলা প্রশাসক জানিয়েছেন, “ভারী বৃষ্টি এবং বিভিন্ন স্থানে নালা ও গর্ত উপচে পড়ার কারণে পরিস্থিত আরও খারাপ হতে পারে। সকলে সাবধানে খাকুন। নিরাপদে থাকুন। পরিস্থিতি বিবেচনা করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ রামবান জেলার সমস্ত স্কুল আজ বন্ধ রাখার সিধান্ত নেওয়া হয়েছে।”

 

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39