Tuesday, August 5, 2025
HomeCurrent NewsJaya Bachchan: মেজাজ হারালেন জয়া বচ্চন, রাজ্যসভায় বললেন, অভিশাপ দিলাম আপনাদের খারাপ...

Jaya Bachchan: মেজাজ হারালেন জয়া বচ্চন, রাজ্যসভায় বললেন, অভিশাপ দিলাম আপনাদের খারাপ দিন আসছে

Follow Us :

নয়াদিল্লি: ঐশ্বর্য রাইকে (Aishwarya Rai Bachchan) যখন ইডি(Enforcement Directorate) জিজ্ঞাসাবাদ করছে, রাজ্যসভায় তখন বক্তব্য রাখছিলেন সম্পর্কে শাশুড়ি এবং সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (Samajwadi Party MP Jaya Bachchan) ৷ হঠাৎই সংসদে দাঁড়িয়ে মেজাজ হারান তিনি৷ রাজ্যসভার চেয়ারম্যান তাঁকে শান্ত হতে বললে তিনি তা না শুনেই নিজের বক্তব্যে অটল থাকেন৷

জয়া বচ্চনের বক্তব্য ছিল, ‘আমরা যাঁরা জনপ্রতিনিধি প্রত্যেকেই বিচার চাইছি৷ আমরা কি আপনার কাছ থেকে বিচার চাইতে পারি না? বাইরে যাঁরা অবস্থান বিক্ষোভ করছেন ১২ জন সাংসদ তাঁদের হয়ে বিচার চাইতে পারি না?’ এমনকী, রাজ্যসভার চেয়ারম্যানের কাছে, জয়া বচ্চন দাবি রাখেন, যে সমস্ত সাংসদ তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷

পানামা পেপারস কেলেঙ্কারিতে ইডির  দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন । সোমবার দিল্লিতে ইডির তদন্তকারী অফিসাররা অমিতাভ বচ্চকরোনাকালে জ্বালানির আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, শুল্ক বাবদ প্রায় দ্বিগুণ আয় কেন্দ্রেরনের পুত্রবধূকে টানা ৬ ঘণ্টা জেরা করে। সূত্রের খবর, মূলত ফেমা (Foreign Exchange Management Act) আইন লঙ্ঘনের অভিযোগেই তাঁকে ডাকা হয়। এর আগেও ইডি ঐশ্বর্যকে দু’বার তলব করেছিল। দু’বারই তিনি হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন। ২০১৬ সালে ইন্ডিয়ান এক্সপ্রেস- আইসিআইজে যে পানামা পেপার কেলেঙ্কারি ফাঁস করে, তাতে ঐশ্বর্যর নাম রয়েছে। দেশ-বিদেশের বহু প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে ওই কেলেঙ্কারির তালিকায়, যারা কর ফাঁকি দিতে বিদেশে টাকা রেখেছেন বা বিদেশি কোম্পানির সঙ্গে জড়িত থেকেছেন।

আরও পড়ুন-

এ দিন রাজ্যসভায় যখন আলোচনা হচ্ছিল মাদক বিল নিয়ে, তখন রাজ্যসভার অধ্যক্ষের চেয়ারে বসে ছিলেন ভুবনেশ্বর কলিফা৷ জয়া বচ্চন তখন তাঁর বক্তব্য রাখছিলেন৷ রাজ্যসভার চেয়ারম্যান তখন তাঁকে মনে করিয়ে দেন যে, সমাজবাদী পার্টির সাংসদ আপনি মাদক বিল নিয়ে কিছু বলছেন না৷ জয়া উত্তরে বলেন, এখন আমারই তো বলার কথা৷ আমাদের তো তিন-চার ঘণ্টা দেওয়া হয়েছে৷ এরপরই জয়া উত্তেজিত হয়ে ট্রেজারি বেঞ্চের উদ্দেশে আক্রমণ করে বসেন৷ সমাজবাদী পার্টির সাংসদ, অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বলেন, ‘কী হচ্ছে বলুন তো? আর পারা যাচ্ছে না৷ খুবই অসহ্য…আপ লোগোঁকে বুরে দিন আয়েঙ্গে৷(আপনাদের খারাপ দিন আসছে)’’৷      

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39