কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দেওঘরের রোপওয়ে দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৫ জন আটকে রয়েছেন বলে সোমবার রাতে এনডিআরএফ সূত্রে জানা গিয়েছে। দৃশ্যমানতার অভাবে সন্ধের পর উদ্ধারকাজ ব্যহত হয়। বেশি রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্ধারকাজ নিয়ে লাগাতার খোঁজখবর নিচ্ছেন। খোঁজ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সকালে দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নামে বায়ুসেনা, আইটিবিপি এবং এনডিআরএফ। সঙ্গে ছিল স্থানীয় পুলিসও।
সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে এক এক করে ট্রলি থেকে পর্যটকদের নামানো হয়। ট্রলি থেকে মোট ৩২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যেই উদ্ধারকারী এক হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে যাওয়ায় এক যুবক নীচে ছিটকে পড়েন। ওই যুবককে হেলিকপ্টারে প্রায় তুলে নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু আচমকাই দড়ি ছিঁড়ে বিপত্তি ঘটে। নীচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। রাত পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩।
ত্রিকূট পাহাড়ের কাছেই বাবা বৈদ্যনাথ মন্দির৷ পর্যটকরা রোপওয়েতে চেপে ওই মন্দিরে যান৷ স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রামনবমী উপলক্ষে মন্দির চত্বরে পর্যটকদের ভালোই ভিড় ছিল৷ বিকেলে জানতে পারেন রোপওয়েতে দুর্ঘটনা ঘটেছে৷ কয়েকজন জখম হয়েছেন৷ অধিকাংশই শিশু ও মহিলা৷ অন্যদিকে পর্যটকরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় কেবল কারগুলি একে অপরের কাছে চলে এসেছিল৷ তারপর ধাক্কা লাগে৷ তার জেরে জখম হন বহু পর্যটক৷
আরও পড়ুন- Gujarat Factory Blast: গুজরাতের ভারুচে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৬
কিছুক্ষণের মধ্যে বিঘ্নিত হয় পরিষেবা৷ বন্ধ হয়ে যায় রোপওয়ে চলাচল৷ পর্যটকদের অভিযোগ, ১৬ ঘণ্টা খাবার-জল ছাড়া ঝুলন্ত অবস্থায় ছিলেন তাঁরা৷ কেউ কেউ কেবল কার থেকে বেরনোর চেষ্টা করেন৷ ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, রোপওয়ে থেকে ঝুলছেন দু-একজন পর্যটক৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে কেবল কারগুলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷