Saturday, August 16, 2025
HomeদেশMohammed Zubair: বিজেপি বিরোধিতার মাশুল? অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক জুবের গ্রেফতার

Mohammed Zubair: বিজেপি বিরোধিতার মাশুল? অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক জুবের গ্রেফতার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কুৎসা এবং প্ররোচনামূলক ছবি ও খবর প্রকাশ করেছেন। তাঁকে গ্রেফতারের পরই প্রতিবাদের ঝড় উঠেছে রাজনৈতিক এবং সাংবাদিক মহলে।

তাঁর সহকর্মী এবং অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেন, ২০২০ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিসের স্পেশাল সেল এদিন তাঁকে ডেকে পাঠায়। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশ রয়েছে যে, তাঁকে গ্রেফতার করা যাবে না। অথচ এদিন সন্ধ্যায় দিল্লি পুলিস আমাদের তাঁর গ্রেফতারির কথা জানায়। প্রতীকের অভিযোগ, পুলিস আগাম কোনও নোটিস দেয়নি। এমনকি এফআইআরের কোনও কপিও দেখাতে পারেনি।

প্রতীক জানান, মেডিক্যাল পরীক্ষার পর জুবেরকে কোনও এক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর আইনজীবী বা অন্য কাউকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। জুবেরের সঙ্গে পুলিস ভ্যানে প্রতীকও ছিলেন। তিনি জানিয়েছেন, পুলিসের কারও পোশাকেই নাম লেখা ছিল না।

জুবেরের গ্রেফতারির প্রতিবাদে কড়া বিবৃতি দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইটে বলেন, পৃথিবীর সেরা এক সাংবাদিককে গ্রেফতারির তীব্র নিন্দা করছি। জুবের প্রতিনিয়ত বিজেপির ফেক নিউজ ফ্যাক্টরির মুখোশ খুলে দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনারা সত্যিই ভিরু এবং কাপুরুষ।

আরও পড়ুন- Teesta Setalvad: তিস্তাকে মারধর করেছে গুজরাত এটিএস? প্রতিবাদ জাগছে দেশজুড়ে

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, সাংবাদিক জুবের বিশ্বগুরুর (মোদি) প্রতিদিনের ভুয়ো প্রতিশ্রুতি এবং দাবিকে নস্যাৎ করে সত্য প্রতিষ্ঠা করছিলেন। আরেক কংগ্রেস সাংসদ শশী থারুর টুইটে বলেন, জুবেরের গ্রেফতারি সত্যের উপর নির্মম আঘাত। তাঁর দ্রুত মুক্তি চাই। টুইটে জুবেরের মুক্তির দাবি করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও।

বিরোধীদের অভিযোগ, সৎ সাংবাদিকতার মাধ্যমে জুবেরের অল্ট নিউজ বিজেপির সমস্ত ভণ্ডামি এবং অপকর্ম ফাঁস করে দিচ্ছিল। সাম্প্রতিককালে বিজেপির নেতা মন্ত্রীদের সমস্ত ঘৃণা ভাষণের তীব্র প্রতিবাদ করছিলেন তিনি। বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বিভিন্ন মন্তব্যেরও সমালোচনায় মুখর ছিলেন তিনি। তার জন্যই তাঁকে এফআইআর ছাড়াই গ্রেফতার করল দিল্লি পুলিস। প্রসঙ্গত, গত শনিবার জরুরি অবস্থার ৪৭ বছর পূর্তির দিনে গুজরাত পুলিস গ্রেফতার করে বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং আইনজীবী তিস্তা শীতলওয়াড়কে গ্রেফতার করে গুজরাত দাঙ্গা সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগে। তার প্রতিবাদেও আন্দোলন চলছে দেশজুড়ে।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | Independence Day | স্বাধীনতা দিবসে ‘দিওয়ালি’ উপহার ঘোষণা প্রধানমন্ত্রীর
02:37:27
Video thumbnail
Mamata Banerjee LIVE | স্বাধীনতা দিবসে রেড রোডে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
01:23:26
Video thumbnail
Narendra Modi LIVE | স্বাধীনতা দিবসে দেশবাসীকে বড় বার্তা প্রধানমন্ত্রীর
01:02:40
Video thumbnail
Abhishek Banerjee | ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগের পাল্টা দিলেন অভিষেক
02:09:10
Video thumbnail
Trump-Russia | প্রস্তাব না মানলে ভ/য়ানক পরিণতি, রাশিয়াকে হু/ম/কি ট্রাম্পের, কী করবেন পুতিন?
01:52:00
Video thumbnail
Politics | জানতে ক্ষুদে পড়ুয়াদের হাল, মুখ্যমন্ত্রী গেলেন হাসপাতাল
05:06
Video thumbnail
Politics | নি/র্যা/তিতার মূর্তি নিয়ে এবার, গোলমালে জুনিয়র ডাক্তার
04:40
Video thumbnail
Politics | মোদি করে টলমল RSS মাপছে জল?
04:59
Video thumbnail
Politics | দেশবাসীকে উপহার এখন স্বাধীনতা দিবসে মোদির ভাষণ
04:34
Video thumbnail
Politics | বাঙালি ভোলে যদি? বাংলা নিয়ে প্রশংসায় মোদি
06:27