Saturday, August 16, 2025
Homeদেশইউটিউবার কার্লকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

ইউটিউবার কার্লকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

Follow Us :

দুবাই হয়ে পাকিস্তানে গিয়েছিলেন নিউজিল্যান্ডের বিখ্যাত ইউটিউবার কার্ল রক।  তার জেরেই এবার  তাঁর ভিসা বাতিল করল ভারত সরকার। একইসঙ্গে করা হল কালোতালিকাভুক্তও। যার জেরে বেকায়দায় পড়েছেন ইউটিউবের এই জনপ্রিয় ট্র্যাভেল ব্লগার।

যদিও এই বিষয়টিকে ইতিমধ্যেই তিনি ভারত এবং তাঁর নিজের দেশ নিউজিল্যান্ডে সরকারের কাছে উত্থাপন করেছেন। তবুও এখনও পর্যন্ত দুদেশের পক্ষ থেকে কোনওরকম সাড়া পাননি তিনি। অন্যদিকে, কার্ল রকের স্ত্রী মনীষা মালিক একজন ভারতীয়। স্বামীর এই বিপর্যয় দেখে   তিনি ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন দিল্লি হাইকোর্টের। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সংবিধানের ২১ ধারার প্রেক্ষিতে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।  আগামী সপ্তাহেই এই মামলার প্রথম শুনানি হতে পারে আদালত সূত্রে খবর।

উল্লেখ্য ভারতীয় সংবিধানের ২১ ধারায় দেশের সকল নাগরিককে সরকারের যেকোনও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।

কার্ল রকের আসল নাম কার্ল এডওয়ার্ড রিক। এই কিউই পর্যটক বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তিনি ট্র্যাভেল ব্লগ বানান। আকর্ষনীয় দ্রষ্টব্যস্থান থেকে ভ্রমণে সতর্কতামূলক নীতি সবকিছুই ফুটে ওঠে তাঁর ব্লগে। ইতিমধ্যেই তাঁর ভক্তের সংখ্যা ছাড়িয়ছে ১৮ লক্ষের বেশি।  ২০১৯ সালে দিল্লিতে থাকাকালীন মনীষাকে বিয়ে করেন কার্ল।

 

বিবাহ সূত্রে কার্লের ভারত-যোগ থাকায় প্রথা অনুযায়ী তাঁকে ছয় মাসের ভিসা দিতে সম্মত হয় ভারত সরকার। অর্থাত একশো আশি দিনের বেশি ভারতে থাকতে পারবেন না তিনি।

কার্লের কথায়, “গতবছর ২০২০ সালের অক্টোবর মাসে দুবাই হয়ে আমি পাকিস্তানে যাই’’। তারপর দিল্লি ফিরে আসতেই  বিমানবন্দরে  আমার  ভিসা বাতিল করা হয়। তবে কী কারণে এমনটা হল তা পরিস্কার করে কিছুই জানায়নি ভারত সরকার।’’

এই ঘটনায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েও কার্লের স্ত্রী মনীষা কোনও সদুত্তর পাননি বলে দাবি এই ইউটিউবারের। গোটা বিষয়টি তিনি টুইট মারফত তুলে ধরেছেন  নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডানের কাছে।

যদিও, টুরিস্ট ভিসায় ভারতে এসে বানিজ্যিক কাজে নিজেকে যুক্ত হয়েছিলেন কার্ল। তাই ভিসা নীতির লঙ্ঘণের জন্যই তাঁকে কালোতালিকাভুক্ত করেছে কেন্দ্র। এমনটাই জানানও হয়েছে ভারতের বিদেশমন্ত্রক সূত্রে। উল্লেখ্য, ২০২০ সালে দিল্লিতে কেন্দ্রের ‘সিএএ’ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন কার্ল। সেইসময় থেকে বিষয়টিকে নিয়ে অস্বস্তিতে পড়েছিল কেন্দ্র। গতবছরের সেই ঘটনার জেরেই মোদি সরকার কার্লকে কালোতালিকাভুক্ত করল বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Suvendu Adhikari | ছাব্বিশের আগেই বিরাট ভাঙন বিজেপিতে, তমলুকে দল ছাড়লেন এই বড় নেত্রী
00:00
Video thumbnail
BJP | TMC | কলকাতা থেকে জেলা স্বাধীনতা দিবসে সর্বত্র বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বড় নেত্রীরা
00:00
Video thumbnail
Donald Trump-Vladimir Putin | মুখোমুখি ট্রাম্প-পুতিন, কী কী শর্ত চাপাতে চলেছেন পুতিন?
00:00
Video thumbnail
Narendra Modi | এক বাবার ৫০ ছেলে, খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসী নিয়ে বিরাট অভিযোগ কংগ্রেসের
00:00
Video thumbnail
Samik Bhattacharya | BJP | ৮০% মণ্ডল সভাপতিই তৃণমূলের লোক, বি/স্ফো/রক এই বিজেপি নেতা,কী করবেন শমীক?
00:00
Video thumbnail
Narendra Modi LIVE | স্বাধীনতা দিবসে দেশবাসীকে বড় বার্তা প্রধানমন্ত্রীর
01:02:40
Video thumbnail
Abhishek Banerjee | ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগের পাল্টা দিলেন অভিষেক
02:09:10
Video thumbnail
Trump-Russia | প্রস্তাব না মানলে ভ/য়ানক পরিণতি, রাশিয়াকে হু/ম/কি ট্রাম্পের, কী করবেন পুতিন?
01:52:00
Video thumbnail
Politics | জানতে ক্ষুদে পড়ুয়াদের হাল, মুখ্যমন্ত্রী গেলেন হাসপাতাল
05:06
Video thumbnail
Politics | নি/র্যা/তিতার মূর্তি নিয়ে এবার, গোলমালে জুনিয়র ডাক্তার
04:40