নয়াদিল্লি: কংগ্রেস (Congress) সাংসদ কার্তি চিদম্বরম (Karti Chidambaram) এবং অন্যদের ১১.০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিবৃতিতে ইডি জানিয়েছে, ওই সম্পত্তির মধ্যে রয়েছে কর্নাটকের (Karnataka) কুর্গ (Coorg) জেলায় একটি স্থাবর সম্পত্তি। কংগ্রেস নেতা পি চিদম্বরমের (P Chidambaram) পুত্র কার্তি তামিলনাড়ুর (Tamilnadu) শিবগঙ্গা (Shivaganga) কেন্দ্রের সাংসদ। আইএনএক্স মিডিয়া (INX Media) কাণ্ডে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।
আইএনএক্স মিডিয়া কেসে আর্থিক তছরুপের সঙ্গে যোগ রয়েছে বিদেশি বিনিয়োগের (Foreign Investment)। সে সময় ইউপিএ (UPA) সরকারে দেশের অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। তদন্তকারীদের দাবি, বিপুল অর্থ নিয়ে বিদেশি বিনিয়োগ অনুমোদন করেছিলেন পিতা-পুত্র। ইডির বিবৃতে বলা হয়েছে, তদন্ত চলাকালীন বেআইনি বিদেশি বিনিয়োগ পেয়েছিল আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেড যা কার্তি চিদম্বরমের নিয়ন্ত্রিত কিংবা মালিকানাধীন শেল কোম্পানির মাধ্যমে অনুমোদন করেছিলেন পি চিদম্বরম।
আরও পড়ুন: Mukul Roy | ১০০ শতাংশ আত্মবিশ্বাসী, কখনওই তৃণমূলের সঙ্গে যুক্ত হব না, মন্তব্য নিখোঁজ মুকুলের
কার্তি ইতিমধ্যেই বলে দিয়েছেন, তাঁর পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছে বিজেপি (BJP)।
২০১৯ সালে আইএনএক্স মিডিয়া কাণ্ডে পি চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ওই বছরেরই অক্টোবর মাসে সেই মামলার সঙ্গে সম্পর্কযুক্ত আর্থিক তছরুপের মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। দুই মামলাতেই অবশ্য জামিন পেয়েছেন তিনি।
আইএনএক্স মিডিয়াকে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের (FIPB) তরফে বিদেশি বিনিয়োগ অনুমোদনে অনিয়মের অভিযোগে ২০১৭ সালে মামলা দায়ের করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০০৭ সালে ওই ঘটনায় বিদেশি বিনিয়োগ হিসেবে ৩০৫ কোটি টাকা পেয়েছিল আইএনএক্স। এই মামলার সূত্র ধরেই আসরে নামে ইডি।