Sunday, August 3, 2025
HomeদেশKashmir Terrorists: তিন ওয়ান্টেড জঙ্গির সন্ধান দিতে পারলেই পুরস্কার, ঘোষণা কাশ্মীর পুলিসের

Kashmir Terrorists: তিন ওয়ান্টেড জঙ্গির সন্ধান দিতে পারলেই পুরস্কার, ঘোষণা কাশ্মীর পুলিসের

Follow Us :

শ্রীনগর: সাধারণতন্ত্র দিবসের আগে উপত্যকায় সক্রিয় তিন ‘ওয়ান্টেড’ জঙ্গির ছবি প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিস। এই তিন জঙ্গির বাড়ি উপত্যকারই কুলগাম, পুলওয়ামা ও শ্রীনগরে। উল্লিখিত তিন জঙ্গি সম্পর্কে কেউ তথ্য দিতে পারলে, পুরস্কৃত করা হবে বলেও পুলিসের তরফে শুক্রবার ঘোষণা করা হয়েছে।

পরিচয় প্রকাশ করা তিন জঙ্গির একজন বাশিত আহমদ ডর ওরফে কামরান। বাবার নাম আব্দুল রশিদ ডর। কামরানের বাড়ি কুলগামে।

আরও পড়ুন: PM Modi: সোমনাথ মন্দিরের কাছে ৩০ কোটির সার্কিট হাউস, উদ্বোধনে প্রধানমন্ত্রী

আর এক জঙ্গি আরিফ আহমদ হাজার ওরফে রেহান বাহি-র বাড়ি পুলওয়ামায়। বাবার নাম ফারুক আহমদ হাজার।

তৃতীয় জঙ্গি শ্রীনগর ঈদগাহের বাসিন্দা মোমিন, বাবা গুলজার আহমদ মীর।

তিন ওয়ান্টেড জঙ্গির নাম-পরিচয়ের সঙ্গেই পোস্টারে একাধিক ফোন নম্বর দিয়েছে জম্মু-কাশ্মীর পুলিস। ফোন নম্বরগুলো হল: 9596770502, 9596770509, 9596770508, 9596770506, 9596770504, 9596770505, 01942311914. তিন জঙ্গি সম্পর্কে কারও কাছে কোনওরকম তথ্য থাকলে, নির্দ্বিধায় উল্লিখিত নম্বরগুলোয় ফোন করতে বলা হয়েছে। পরিচয় গোপন রাখা হবে বলে পুলিস আশ্বস্ত করেছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39