ওটায়া ও নয়াদিল্লি: কানাডার বুকে ফের খুন খলিস্তানপন্থী এক গ্যাংস্টার Gangster)। দুই কুখ্যাত গ্যাংয়ের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ভারত থেকে পলাতক সুকখা দুনেকে-র। আরেক কুখ্যাত গ্যাংস্টার (Gangster) লরেন্স বিষ্ণই ও গোল্ডি ব্রার বৃহস্পতিবার এই খুনের দায় নিয়েছে। এর আগে খলিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস-এর প্রধান নিজ্জরকেও একটি গুরুদ্বারের বাইরে গুলি করে খুন করা হয়েছিল। তা নিয়ে গত দুদিন ধরে ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে।
দুদেশের কূটনৈতিক স্নায়ুযুদ্ধের মধ্যেই ভারত সরকার এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য কানাডার কাউকে ভিসা অনুমোদন বাতিল করেছে। সরকারিভাবে ভিসা বাতিলের বিজ্ঞপ্তি না এলেও কানাডাস্থিত বিএলএস ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা, যারা ভিসা আবেদন খতিয়ে দেখে, তারা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এটা জানিয়েছে। ভারতীয় দূতাবাস থেকে গুরুত্বপূর্ণ নোটিসে বলা হয়েছে, অপারেশনাল কারণে ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ থাকছে।
আরও পড়ুন: কুলির বেশে রাহুল, মাথায় ওঠালেন ‘সারে দুনিয়াকে বোঝ’
পঞ্জাবে থাকাকালীন অপরাধ জগতে হাতেখড়ি সুখদুল সিং ওরফে সুকখা দুনেকের। কানাডার উইনিপেগ শহরে বুধবার রাতে কয়েকজন খুব কাছ থেকে বাম্বিহা গ্যাংয়ের প্রধান দুনেকেকে গুলি করে। খুনের নেপথ্যে খলিস্তানপন্থীদের অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে সন্দেহ। ২০১৭ সালে ভুয়ো তথ্যপ্রমাণ দিয়ে কানাডায় পালিয়ে যায় সুকখা। পুলিশের সন্দেহ সে খলিস্তানি জঙ্গি সংগঠন খলিস্তান টাইগার ফোর্সের আরশদীপ দাল্লার ঘনিষ্ঠ সহযোগী। পঞ্জাবের মোগার বাসিন্দা পুলিশের খাতায় ‘এ’ ক্যাটেগরির গ্যাংস্টার। খুন, তোলাবাজি সহ তার বিরুদ্ধে পঞ্জাব পুলিশের হাতে প্রায় ২০টি মামলা রয়েছে।
এনআইএ-র পরিসংখ্যান অনুযায়ী সুকখার বিরুদ্ধে তাদেরও মামলা রয়েছে। কানাডার বুকে খলিস্তানি আন্দোলন চালানোর জন্য ৪৩ জন গ্যাংস্টারের নাম প্রকাশ করেছিল এনআইএ।