Sunday, August 3, 2025
HomeCurrent NewsLakhimpur Kheri Accident: লখিমপুর খেরিতে বিজেপি বিধায়কের স্করপিওর ধাক্কায় মৃত দুই ভাই

Lakhimpur Kheri Accident: লখিমপুর খেরিতে বিজেপি বিধায়কের স্করপিওর ধাক্কায় মৃত দুই ভাই

Follow Us :

লখিমপুর খেরি: যত কাণ্ড লখিমপুর খেরিতেই। এবার বিজেপি বিধায়কের স্করপিওর ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই ভাইয়ের। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি এই ঘটনাকে লখিমপুর খেরির কৃষক হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছে। ওই বিধায়ককে  গ্রেফতার করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সোমবারই সুপ্রিমকোর্ট লখিমপুর খেরির কৃষক হত্যার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসের জামিন খারিজ করে অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

ঘটনা ১৭ এপ্রিল রাতের। লখিমপুর খেরি জেলার রামপুর সদরের বিজেপি বিধায়ক যোগেশ বর্মা স্করপিও চেপে যাচ্ছিলেন। সেই স্করপিওর সামনেই একটি বাইকে যাচ্ছিলেন দুই ভাই রবি এবং অমিত। অভিযোগ, স্করপিওটি সজোরে গিয়ে ধাক্কা মারে ওই বাইকে। দুই আরোহীই বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রবি এবং অমিতের।

আরও পড়ুন: Asish Mishra: কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিসের জামিন বাতিল, সুপ্রিম কোর্টকে ধন্যবাদ লখিমপুরের কৃষকের

সমাজবাদী পার্টির অফিসিয়াল টুইটে এই ঘটনার তীব্র নিন্দ করা হয়েছে। ওই টুইটে এই দুর্ঘটনার সঙ্গে লখিমপুর খেরির কৃষক হত্যারও তুলনা টানা হয়। বলা হয়েছে, এর আগে বিজেপির মন্ত্রীর ছেলে গাড়ি দিয়ে পিষে মেরে ফেলেছেন চার কৃষককে। এবার বিজেপি বিধায়কের স্করপিও দুই যুবকের প্রাণ কেড়ে নিল। একের পর এক বিজেপি নেতাদের গাড়ির ধাক্কা লোক মারা যাচ্ছে। বিজেপি আর কত দিন এভাবে জনতাকে হত্যা কমে যাবে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39