ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) কারণে ভূমিধস (Landslide)। সোমবার সকালে কাটরায় মাতা বৈষ্ণোদেবী (Katra Mata Vaishno Devi) যাত্রা পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহত ৪ জন তীর্থযাত্রী।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন সকাল ৮:৫০ মিনিট নাগাদ গুলশান কা ল্যাঙ্গার বনগঙ্গার (Banganga at Gulshan Ka Langar) কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই রুটটি যাত্রার সূচনা বিন্দু হিসেবে বিবেচিত হয়। এই ঐতিহ্যবাহী রুটটি প্রায়শই টাট্টু আরোহীরা যাতায়াতের জন্য ব্যবহার করেন।
আরও পড়ুন: লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হলেন কবিন্দর গুপ্তা
ইতিমধ্যেই প্রশাসন নিশ্চিত করেছে যে, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য (Rescue Operation) শুরু করেছে। ঘটনায় যে ৪ জন পুন্যার্থী আটকে পড়েছিলেন তাঁদের উদ্ধার করা হয়েছে। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধার কাজ জারি রয়েছে।
দেখুন অন্য খবর