শ্রীনগর: ফের এনকাউন্টার কাশ্মীরে৷ সেনার গুলিতে খতম জঙ্গি৷ রবিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় শুরু হয় এনকাউন্টারে৷ সেখানে এক লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে৷ পুলিস জানিয়েছে, নিহতের নাম ইরশাদ আহমেদ ভাট৷ বারামুল্লারই বাসিন্দা৷ মৃতের কাছ থেকে একে সিরিজের রাইফেল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে৷
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় অপারেশনে নামে যৌথ বাহিনী৷ তাদের কাছে খবর ছিল বিন্নার এলাকায় লুকিয়ে আছে সন্ত্রাসবাদীরা৷ সেই মতো অপারেশন শুরু হয়৷ তবে তল্লাশির সময় যৌথ বাহিনীকে দেখে গুলি চালায় এক জঙ্গি৷ পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যৌথ বাহিনী৷ দীর্ঘক্ষণ লড়াই শেষে ওই জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়৷ পরে তার নাম-পরিচয় জানা যায়৷