ওয়েব ডেস্ক: ফের ভার্চুয়াল শুনানিতে (Virtual Hearing) আদালতের সম্মানহানির অভিযোগ উঠল। অভিযুক্ত আইনজীবীকে ১০ হাজার টাকা জরিমানা করল মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh)। কিছুদিন আগেই বাথরুমে বসে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ এবং ভার্চুয়াল শুনানি চলাকালীন বিয়ার মাগে বর্ষীয়ান আইনজীবীর চুমুক দেওয়ার ঘটনায় আদালতের ভর্ৎসনার সংবাদ সামনে এসেছিল। এবার সংশ্লিষ্ট আইনজীবী গাড়িতে বসে এমন শুনানিতে অংশ নেওয়ায় বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি অনিরুদ্ধ শুক্লা ভর্ৎসনা করলেন সংশ্লিষ্ট আইনজীবীকে।
আরও পড়ুন: রবার্ট ভদ্রার বিরুদ্ধে ইডির অভিযোগে দিল্লি কোর্টের নোটিস
আদালতের অভিমত, সশরীরে হাজির থাকতে না পারা আইনজীবীদের শুনানিতে অংশগ্রহণের সুযোগ করে দিতে ভিডিও কনফারেন্সিংয়ের (Video Conference) মাধ্যমে শুনানির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করে তাঁরা যেমন খুশি শুনানিতে অংশ নেবেন। যেভাবে তিনি শুনানিতে অংশ নিয়েছেন, তাতে আদালতের সম্মান ও শ্রদ্ধা বিঘ্নিত হয়েছে।
জরিমানার ১০ হাজার টাকা সংশ্লিষ্ট আইনজীবীকে হাইকোর্টের লিগ্যাল সার্ভিসেস কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ উচ্চ আদালত।
দেখুন অন্য খবর: