skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeদেশAligarh: রাষ্ট্রপতিকে রক্ত দিয়ে লেখা চিঠি হিন্দু মহাসভার

Aligarh: রাষ্ট্রপতিকে রক্ত দিয়ে লেখা চিঠি হিন্দু মহাসভার

Follow Us :

আলিগড়: জুম্মার নামাজ বন্ধ করার দাবিতে রাষ্ট্রপতিকে রক্ত ​​দিয়ে চিঠি লিখেছেন হিন্দু মহাসভা কর্মীরা। কানপুর, আলিগড়ে জুম্মার নামাজের পর হিংসা ছড়ানো নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে রক্ত ​​দিয়ে চিঠি লিখেছেন হিন্দু মহাসভার কর্মীরা। হিন্দু মহাসভার দাবি, জুম্মার নামাজের পরেই বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটছে। তাই অবিলম্বে এটা বন্ধ করা হোক। স্বাধীনতার পর থেকে এপর্যন্ত বেশ কিছু ঘটনার উল্লেখ করে লেখা হয়েছে, সব ক্ষেত্রেই দেখা গিয়েছে নামাজের ঘোষণার পরেই রক্তারক্তি হয়েছে।

গান্ধীপার্ক এলাকায় হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার হিন্দু মহাসভার নেত্রী তথা রাষ্ট্রীয় সচিব পূজা পাণ্ডে এবং রাষ্ট্রীয় প্রবক্তা অশোক পাণ্ডে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে চিঠি লেখেন। চিঠিতে পূজা উস্কানিমূলক ভাষায় লিখেছেন, জুম্মার নামাজ আসলে সন্ত্রাসবাদীদের নামাজ। এই ভাষায় লেখা বেশ কিছু লিফলেটও মহাসভা তাদের অফিসের বাইরে লাগিয়েছে। তিনি বলেন, কানপুরের ঘটনা আমাদের সহ্যের সীমার বাঁধ ভেঙে দিয়েছে।

তিনি আরও বলেন, প্রার্থনার নামে বহু লোক এককাট্টা হয়। সেখানে হিন্দুদের উপর কিভাবে জুলুম করা যাবে, কিভাবে লুঠ-পাঠ করা যাবে। হাঙ্গামা করে যাবে। এই সবের  চক্রান্ত হয়। যে ভাবে হিন্দুদের ক্ষতি করা চলছে সেটা মাথায় রেখে জুম্মার নামাজের উপরে বিধিনিষেধের দাবি তুলেছেন তিনি।

আরও পড়ুন- Naveen Patnaik: টার্গেট ২০২৪, মন্ত্রিসভা ঢেলে সাজালেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

RELATED ARTICLES

Most Popular