Thursday, August 14, 2025
HomeCurrent NewsMaharashtra Crisis Live: রাজ্যপালের বাড়িতে দেবেন্দ্র-শিণ্ডে, আজই শপথ ফড়নবীশের

Maharashtra Crisis Live: রাজ্যপালের বাড়িতে দেবেন্দ্র-শিণ্ডে, আজই শপথ ফড়নবীশের

Follow Us :

মুম্বই: রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে গেলেন দেবেন্দ্র ফড়নবীশ। সঙ্গী দশ দিন বাদে মুম্বইয়ে ফিরে আসা বিদ্রোহী শিবসেনা একনাথ শিণ্ডে। মুম্বইয়ে ফেরার পর বৃহস্পতিবার শিণ্ডে সোজা চলে যান ফড়নবীশের বাড়িতে। ঘণ্টা খানেকের বেশি তাঁদের মধ্যে কথা হয়। তার পরই বৃষ্টি ভোজা মহারাষ্ট্রে শুরু হয়ে যায় নতুন সরকার গড়ার শেষ মুহূর্তের লড়াই।

এ দিন শিণ্ডে মুম্বই ফেরার পর পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে। দেবেন্দ্রকে সামনে রেখে নতুন সরকার গড়ার চেষ্টা বেশ কিছু দিন ধরেই করে আসছিল বিজেপি। ক্ষেত্র প্রায় প্রস্তুতই ছিল। শুধু ছিল শিণ্ডে এবং তাঁর অনুগামীদের কাছ থেকে ‘সরকারি’ভাবে পাশে থাকার সম্মতি আদায়। এ দিন শিণ্ডে মুম্বই ফেরার পর সেই রফার কাজটাই শেষ করে নেয় বিজেপি। সব কিছু ঠিকঠাক থাকলে, বৃহস্পতিবারই শপথ নিতে পারেন ফড়নবীশ। উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন একনাথ শিণ্ডে।

এ দিকে, ক্ষমতা যাওয়ার পরই সুর চড়াতে শুরু করেছে শিবসেনাও। উদ্ধব ঠাকরে এবং তাঁর দলবল রীতিমতো হুঙ্কার ছেড়েছে, শেষ দেখে ছাড়বে।

আরও পড়ুন: NDPS Court: পুরুষ লকআপে মহিলা ঢুকলেন কী করে? ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

২৮৮ সদস্য বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপিই একক সংখ্যাগরিষ্ঠ দল। বিজেপির একার বিধায়ক রয়েছেন ১০৬ জন। উদ্ধব ঠাকরে, যাঁকে পিছন থেকে ছুরি মারা হয়েছে বলে দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত, সেই উদ্ধবের পতনের পর ফড়নবীশই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সেই হিসেবে তিনি সরকার গঠনের দাবি জানাতেই পারেন। এবার তিনি মুখ্যমন্ত্রী হলে রাজ্যে তৃতীয় বারের জন্য তখতে বসবেন ফড়নবীশ। প্রথম বার মুখ্যমন্ত্রী ২০১৪ সালে এবং দ্বিতীয়বার ২০১৯ সালে মাত্র তিন দিনের জন্য।

RELATED ARTICLES

Most Popular