Sunday, August 3, 2025
HomeCurrent NewsMaharashtra: মহারাষ্ট্রে বিজেপির ‘খেলা’, সংকটে উদ্ধব-পাওয়ারের সরকার

Maharashtra: মহারাষ্ট্রে বিজেপির ‘খেলা’, সংকটে উদ্ধব-পাওয়ারের সরকার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে সংকটে ‘সরকার’? উদ্ধব ঠাকরের শিবসেনায় কি বিদ্রোহ দানা বাঁধছে? উদ্ধবের বিশ্বস্ত নেতা একনাথ শিণ্ডেসহ শিবসেনার ১১ জন বিধায়ক বিজেপির হেফাজতে! তাঁরা এখন মুম্বই থেকে উধাও হয়ে গুজরাতের সুরাতের একটি হোটেলে রয়েছেন। যাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনীতিতে আকস্মিকভাবে দুর্যোগের মেঘ ঘনিয়ে এসেছে। শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ারের দল এর জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। রাজধানী দিল্লিতে মঙ্গলবারই পাওয়ারের ডাকা বিরোধীদের বৈঠক আছে। তবে, নিজের রাজ্যে সরকার পতনের ছায়া ঘনিয়ে আসায় পাওয়ার তড়িঘড়ি মুম্বইয়ে ফিরতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ১৭ অ-বিজেপি দলের বৈঠকের পরই তিনি মুম্বই ফিরবেন বলেই মনে করা হচ্ছে।

বিজেপিকে তোপ দেগে সেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, উদ্ধব ঠাকরে সরকারকে ফেলতে এটা বিজেপির চক্রান্ত। এরা একইভাবে মধ্যপ্রদেশ, রাজস্থানেও সরকার ফেলেছে। কিন্তু তিনি দাবি করে বলেন, এই ইস্যুতে সেনা ঐক্যবদ্ধ রয়েছে। বিজেপির এই চক্রান্ত কোনওভাবেই সফল হবে না। সূত্রে জানা গিয়েছে, শিণ্ডে ছাড়াও পালঘরের বিধায়ক শ্রীনিবাস ভাঙ্গা, আলিগড়ের বিধায়ক মহেন্দ্র দালভিসহ ১১ বিধায়কের ফোনই ‘আনরিচেবল’ হয়ে রয়েছে। ওদিকে বিজেপি সূত্রের দাবি, উদ্ধবের ১১ বিধায়ক ছাড়াও ৫ নির্দল বিধায়কও সুরাতের হোটেলে রয়েছেন।

আরও পড়ুন: Opposition Meet: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে আজ, যোগ দেবেন অভিষেক

উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ার

মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে জোট সরকার মহা বিকাশ আঘাড়ি এবং বিজেপি ৫টি করে বিধানসভা কেন্দ্রে জয় লাভ করে। তার কয়েক ঘণ্টার মধ্যেই আকাশের রং বদল হতে শুরু করে। শুধু তাই নয়, প্রার্থী চন্দ্রকান্ত হান্ডোরের শোচনীয় পরাজয় ঘটে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরেই শিণ্ডে অজ্ঞাতবাস ভেঙে বেরিয়ে আসতে পারেন। ঠানের একজন প্রভাবশালী নেতা হলেন শিণ্ডে। তাঁর পুত্র শ্রীকান্ত শিণ্ডে সেনার কল্যাণের সাংসদ। এই বিদ্রোহে একনাথই নেতৃত্ব দিচ্ছেন বলে সকলের অনুমান। যদিও সরকার ভাঙছে না বলেই আশাবাদী পাওয়ারের দল। দলের মুখপাত্র মহেশ তাপাসে বলেন, মহা বিকাশ আঘাড়ি সরকার নিরাপদেই আছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39