কলকাতা টিভি ওয়েব ডেস্ক : বিরোধীদের একজোট করে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। কিন্তু, সেই চিঠি পাননি বলে মঙ্গলবার জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Odisha CM Naveen Patnaik)। তিনি বললেন, “আমাদের লক্ষ্য রাজ্যের উন্নয়ন করা । সেই লক্ষ্যেই আমরা অবিচল।”
তিন দিনের সফরে রাজধানী দিল্লিতে গিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন । প্রশ্ন করা হয় রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential elections) বিজু জনতা দল কোন পক্ষকে সমর্থন করবে। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের এখনও অনেক বাকি রয়েছে । এখনই দল এই বিষয়ে কিছু ভাবছে না ।
এর পরই ওঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। পট্টনায়ককে জিজ্ঞেস করা হয় মমতা বিজেপি বিরোধী রাজ্যগুলিকে একজোট হতে যে চিঠি দিয়েছে সেই বিষয়ে তাঁর কী মতামত। উত্তরে নবীন জানিয়ে দেন, তিনি এখনও কোনও চিঠি পাননি।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মমতার উদ্যোগে বিজেপি বিরোধী মহাজোট তৈরি করা হয়েছিল । ব্রিগেডে হাতে হাত ধরে সে দিন বিজেপি নেতারা কেন্দ্রে পরিবর্তনের ডাক দিয়েছিলেন । কিন্তু, নেতাদের সেই দলে ছিলেন না বিজু জনতা দলের প্রধান ।
মঙ্গলবার বিজেপি বিরোধী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের উদ্দেশে চিঠি লিখে বিজেপির বিরুদ্ধে একযোগে (letter to Opposition leaders and CMs of non-BJP ruled states) গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন মমতা। তাঁর আরও অভিযোগ, ইডি, সিবিআই, আয়কর প্রভৃতি কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে লাগাতার বিরোধী নেতানেত্রীদের, এমনকী মুখ্যমন্ত্রীদেরও ভয় দেখানো হচ্ছে। বিজেপির এই ভূমিকার বিরুদ্ধে যৌথ আন্দোলন গড়ে তুলতে অবিলম্বে বিরোধীদের বৈঠকে বসার জন্যও উদ্যোগী হতে পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী।