মুম্বই: পোষ্য কুকুরের ঘাড় ধরে বারবার ওপরে টেনে ধরছিল এক ব্যক্তি৷ এমনটা করে সে মজা পেলেও যন্ত্রণায় কুঁইকুই করছিল সারমেয়টি৷ তখনই কোথা থেকে আর্বিভাব হল একটা সাদা গরুর৷ বড় বড় দুটো শিং দিয়ে গুঁতিয়ে ওই লোকটাকে মাটিতে ফেলে মজা দেয় বের করে৷ প্রাণ বাঁচল কুকুরটিরও৷ ভাইরাল সেই ভিডি দেখে নেটিজেনরা বলছেন, ‘মজা বন গ্যায়া সাজা৷ কুকুরটিকে বাঁচাতে গো-মাতাকে যেন দূত হিসেবে পাঠিয়েছেন ওপরওয়ালা৷’
১৫ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা৷ ফুটেজে দেখা গিয়েছে, কালো ট্রাউজার আর চেক শার্ট পরা এক ব্যক্তি পোষ্য কুকুরের ঘাড় ধরে ওপরে টেনে তুলছে৷ তাতে যে কুকুরটার কষ্ট হচ্ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল৷ লোকটার কবল থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে সারমেয়টি৷ কিন্তু মানুষের শক্তির সঙ্গে এঁটে উঠতে না পেরে কুঁইকুঁই তার পর সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে৷
Karma ?? pic.twitter.com/AzduZTqXH6
— Susanta Nanda (@susantananda3) October 31, 2021
এত অবধি ভিডিওটা দেখলে যে কোনও সহৃদয় ব্যক্তির মন কেঁদে উঠবেই উঠবে৷ কিন্তু গল্পে বাঁক এল একটু পর৷ কোথা থেকে সাক্ষাত দেবদূতের মত হাজির হল একটা সাদা গরু৷ শিং দিয়ে গোঁতাতে গোঁতাতে দেয় লোকটাকে মাটিতে ফেলে৷ তখন লোকটা যন্ত্রণায় পরিত্রাহি চিৎকার জুড়ে দেয়৷ যা দেখে মজা পান নেটিজেনরা৷ কমেন্ট করে কেউ কেউ লেখেন, ‘ঠিক হয়েছে৷ যেমন কর্ম তেমন ফল৷’ আরেকজন লেখেন, এতে বোঝা গেল মানুষ বাদে প্রাণীজগতে এখনও ‘মনুষ্যত্ব’ বেঁচে আছে৷ মানুষের থেকে বন্ধুত্বের মর্যাদা দিতে জানে পশুরা৷ অন্য একজন লেখেন, এই জন্যই ভারতে গরুকে মায়ের সম্মান দেওয়া হয়৷
কেউ কেউ আবার যিনি ভিডিওটি রেকর্ড করছিলেন তাঁর উপর গর্জন করতে থাকেন৷ তেমনই একজন টুইটারাইট লেখেন, ওই লোকটারও বিবেকবোধ বলে কিছু নেই? ভিডিও রেকর্ড না করে কুকুরটাকে তো বাঁচাতে যেতে পারতেন৷ তা না করে তিনি ভিডিও রেকর্ডিংয়ে ব্যস্ত ছিলেন৷ আর এক অবলা প্রাণী আরেক অবলা প্রাণীর কষ্ট বুঝে সাহায্যে ঝাঁপিয়ে পড়ল৷ পশুদের মধ্যে দয়া-মায়া-মমতা রয়েছে ঠিকই৷ কিন্তু মানুষের থেকে ওগুলো যে ক্রোশ মাইল দূরে চলে গিয়েছে তা বোঝা গেল৷